আমাদের কথা খুঁজে নিন

   

জলছবি

যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . . নিজেকে প্রশ্ন করতে করতে একদিন নিজেই প্রশ্ন হয়ে গেলাম সাদা, সফেদ ট্রেনে চড়ে পৌছে গেলাম জনো বিরল শেষ স্টেশনে! স্মৃতির কোষে কোষে কয়েন জমানো টুকরো স্মৃতি গুলো মিশে গেল শোদা গন্ধে, নোবানের হাওয়ায় সামান্য ক্ষনিকের গর্ভ থেকে আরেক গর্ভ, কলা পাতা রঙের নতুন মর্ত! চোখে ভাসে কতনা মুহূর্ত, কতনা ছেড়া ছেড়া ক্ষণের গল্প একি তবে পৃথিবী? কাল যার সহবাস আজ তার মৃতনি;শ্বাস! হায়, কোথায় আমি কোথায় তুমি, কোথায় এই ভব রং!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।