মনের জানালা আমাদের বন্ধু রিফাত বিয়ে করলো। মধু-চন্দ্রিমা বলে একটা কথা আছে। রিফাত সেই উদ্দেশে আজকেই কক্সবাজার যাচ্ছে। নব বর-কনে কোন জায়গায় বেড়াতে যায় এটাই মধু-চন্দ্রিমা । অবশ্য ফিস ফিস করে বলতে পারেন একটু নিরিবিলি সময় কাটানোর জন্যই মধু-চন্দ্রিমা উদযাপন।
চন্দ্রিমা উদ্যানে কেও এইটা উদযাপন করতে গেছে এমনটা শুনা যায় নাই। সবাই গেছে কক্সবাজার । অরণ্য থেকে সবার বেশি আগ্রহ পানি। একগাদা পানি দেখে , ভিজে এরা কি মজা পায় কে জানে?
শুধু যে বিয়ের পরই কক্সবাজার যায় এমন না। বয় ফ্রেন্ড তার গার্ল কে নিয়া কক্সবাজার গেছে এমনাটাও হচ্ছে।
ভালই চূড়ান্ত ভাবে মাঠে নামার আগে নেট প্রাকটিস করে নেয়া উচিত। এতে করে অভিজ্ঞতাও বাড়ে, আর নিষিদ্ধ জিনিসে যে মজা এইটা তো আদম থেকেই চলে আসছে।
গত বছর কক্সবাজার গেছিলাম বন্ধুরা সহ। হোটেল সি হিল নামক সস্তা হোটেলে ছিলাম। রুমে ঢুকার কিছু পরেই হোটেলের অল্প বয়সী একটা ছেলে এসে বলল "আপনাদের কিছু লাগবে?"
বাহ কত সুবিধা? এইজন্যই তো কক্সবাজার ?
সুন্দরবন গেলে তো আর কেও বলবে না""আপনাদের কিছু লাগবে?"
আমি তো কক্সবাজার গেলেই বাতাসে সেক্সের গন্ধ পাই।
পাবো না কেন? তরুণীদের ভিজে দেহ, এদিক ওদিক বেশ্যাদের ঘুরা-ঘুরি, নব দম্পতিদের বৈধ দুষ্টামি। আর কোন পর্যটন এলাকায় পাবো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।