আমার নাম মো: শাহাব উদ্দিন কক্সবাজার জেলা, বাংলাদেশ কম্পিউটার অপারেটর হিসেবে একটি স্থানীয় পত্রিকায় কাজ করি মোবা: ০১৮১৬৮০০৯০১ মো: শাহাব উদ্দিন
উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের আলী আহামদ সওদাগরের ছেলে বাবুল মিয়া (২৭)। এ যুবক ২০১১ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫৩টি বিয়ে করেছেন। তার ইচ্ছে ১০০টি বিয়ে করে রেকর্ড সৃষ্টি করবেন। গত ২৫ আগষ্ট তার অধিক বিয়ের খবর পেয়ে এলাকায় গেলে এক প্রতিক্রিয়ায় বাবুল এ ইচ্ছার কথা বলেন। তার দেওয়া তথ্য মতে বিবাহিত স্ত্রীরা হলেন- আনোয়ারা বেগম (২০) পিতা আবু ছিদ্দিক, গ্রামÑমুহুরী পাড়া, কক্সবাজার, মনোয়ারা বেগম (১৯) পিতা মনির আহাম্মদ, গ্রামÑমরিচ্যা, উখিয়া, তৈয়বা বেগম (১৯) পিতা রশিদ আহামদ, গ্রামÑতুমব্র“, নাইক্ষ্যংছড়ি, রেজিয়া বেগম (১৭) পিতা সালেহ আহাম্দ, গ্রামÑবাংলাবাজার, রামু, রাবেয়া বেগম(২১) পিতা নাজু মিয়া, গ্রামÑডেইলপাড়া, উখিয়া, হাছিনা বেগম (২১) পিতা সিরাজ মিয়া, গ্রামÑতুলাতলী, উখিয়া, তাহেরা বেগম (২৩) পিতা মকবুল হোছেন, গ্রামÑঈদগাহ, রামু, জুসনা (২২) পিতা নুরুল ইসলাম, গ্রামÑচকরিয়া, কুলসুমা বেগম (১৮) পিতা সালেহ আহামদ, গ্রামÑআমিরাবাদ, মনোয়ারা বেগম (২১) পিতা বদি আলম, গ্রামÑচাকবৈঠা, উখিয়া, রেহেনা আকতার (১৯) পিতা শামশুল আলম, গ্রাম-মংডু, বার্মা, রূখসেনা আকতার (১৮) পিতা আশিক আলী, গ্রামÑজাদিমোরা, উখিয়া, সুফিয়া আকতার (২৩) পিতাÑরহিম আলী, গ্রামÑমরিচ্যা, উখিয়া, রুমা আকতার (২২) পিতা নুরুল ইসলাম, গ্রামÑবরইতলী, চকরিয়া, নছু (২৫) পিতা জাফর আলম, গ্রামÑপটিয়া, শাহীনা আকতার(২২) পিতা নুর আহামদ, গ্রামÑকাউয়ারখোপ, রামু, ছায়েরা বেগম (১৮) পিতা সুমন, গ্রামÑআলীকদম, সূমী (১৯) পিতা ছৈয়দ আলম, গ্রামÑহ্নীলা, টেকনাফ, রহিমা আকতার (১৭) পিতা শাহাব উদ্দিন, গ্রামÑবার্মা, জুসনা আকতার(২৪) পিতা রহিম আলী, গ্রাম-টেকপাড়া, কক্সবাজার, শামশুন নাহার(২৩) পিতাÑছৈয়দ, গ্রাম ইদগড়, রামু, জুহুরা বেগম (২২) পিতা ছৈয়দ আহামদ, গ্রাম-দোহাজারী, চট্টগ্রাম, শাহীনা (২৫) পিতা-ফরিদ আলম, গ্রাম-চৌনতী, চকরিয়া, রেহেনা আকতার(২৩) পিতা জুহুর আহমদ, গ্রাম-বাংলাবাজার,রামু সহ মোট ৫৩টি বিয়ে করেও ক্লান্ত হয়নি এ যুবক।
তার প্রিয় স্ত্রী কোনটি জানতে চাইলে তিনি সর্বশেষ স্ত্রীকে প্রাধান্য দেন। ৫৩টি বিয়ে করলেও তার সন্তান হয়েছে মাত্র ২টি। এদের ১টি ছেলে, ১টি মেয়ে। উক্ত সন্তান গুলো জন্ম হওয়ার পর তাদের মা মারাযান বলে তিনি উল্লেখ করেন। ৫৩টি স্ত্রীর মধ্যে ২৫টি স্ত্রী কাবিননামা হলেও বাকী স্ত্রী গুলোর কোন লিখিত কাগজ পত্র কিংবা কাবিন নামা হয়নি।
২টি স্ত্রী তালাকপ্রাপ্ত হলে ও অন্যান্য স্ত্রী গুলো এখনো তার আশায় পথ গুনছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।