আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্ত ইচ্ছেরা

খুব ইচ্ছে করে তোমার কাছে ছুটে যেতে, খুব ইচ্ছে করে তোমার পশে বসে থাকি সারাটাক্ষন। তোমার বুকের উষ্নতায় জড়িয়ে থাকতে চাই, তোমার হাতের স্নিগ্ধ ছো্ঁয়ায় আবেশি হয় , উওাল সমুদ্র আর মাতাল হয় এ হৃদয়। তুমি কি কখনও বুঝতে পার ? কি দূর্নিবার আকর্ষন তোমার মাঝে। আমি পারি না কিছুতেই নিজেকে সামলাতে, তবুও গুটিয়ে যেতে হয় বারবার নিজেরি মাঝে তুমি যে বড্ড খেয়ালি, সারাক্ষন স্বপ্ন সাজাও নিজের খেয়ালে নিজের ভুবনকে আড়াল কর কঠিন কোনো দেয়ালে আমার সেখানে স্হান কোথায় বল- আমি সেখানে অর্বাচিন এক আমার অনুভূতিরাও হয়ত তোমার কাছে বড় বেশি জলো। জানি কখনও তাকাবে না ফিরে আমার দিকে, কখনও দেখবে না আমার ভিজে ওঠা চোখ, স্পর্শ করবে না আমার কম্পিত হাত বুঝবে না কি অসীম শুন্যতায় আমার বসবাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।