কলপনার মাঝে ভেসে আছি
নিঝুম রাতে শোঁ শোঁঁ বাতাসে
চাঁদের জোছনাতে তারা ভরা আকাশে
হিমহিম শীতে
যদি কেউ বসে থাকে তোমার পথ চেয়ে।
ঝড়মুখর দিনে প্রচুর রোদে
কেঊ যদি আসে সুরভি হয়ে
তোমার জীবনে।
বিপদের সময়ে
দু:খ যন্ত্রনার হৃদয়ে
কেউ যদি থাকে তোমার পাশে।
সে যদি হতে চায় তোমার আপনজন
তুমি কি দিবে তাকে ফিরিয়ে
হয়ত তুমি দিবে না এর উওর
তবু বলতে হবে তোমাকে
না হলে তার এ জীবন হবে না যে সার্থক
যে মুছে দিবে তোমার চোখের জল
সে কি হতে পারে পর
বল না একবার
তোমার হৃদয়ে কি হবে না তার স্থান
তোমার হৃদয় কি এত ছোট মরনেও কি সে পাবে না তোমায়
তার জীবন কি হবে না সার্থক
এ যে জীবনের স্বপ্ন
তবুও কি পূরন হবে এর অল্প
বাস্তব বড়ই কঠিন এখানে স্বপ্ন দেখা যায়
কিন্তু যায় না করা পূরন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।