আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্ত স্বপ্ন ঘুম

Khan IT Source

কখনোই এদের আমি দেখি নি জানি এই দিন'টি চলে গেলেই ভুলে যাবো তবুও আবার বাঁদুরের ঝাঁকের মত মানুষের মুখ হয়ে স্বপ্নাবিষ্টে দেখা পাবো যেখানে নিপীড়িত ঘুমন্ত ক্রীতদাসের অন্ধ অবস্থানে সম্বিতে বীভৎস অনুভব হারাবো । নুইয়ে পরা বিভ্রান্ত অতীত, অবসরের শুভ্র হাতের পাশে গাঢ় অন্ধকার চিড়ে একটি ভোর, এক জোড়া শালিক বিস্ময়ময় সময়ের দ্রাঘিমায় রুপান্তরে হঠাৎ করে---- এক জোড়া চোখ ভেসে ওঠে চোখে । প্রতীক্ষার চিহ্ন মুছে হেলানো বৃক্ষশাখা বাতাসের ভাঁজে ভাঁজে গোপন কথা বলছে শ্রাবনের এই সকাল, মিষ্টি রোদ, আনমন কত শতকের বন্দি থাকা মন, ফিরে পেলো স্বচ্ছ আলো, শুকনো বেলীর ঘ্রাণ, অবচেতন তবু, কুয়াশা শরীরের এখনো কাটেনি উষ্ণতা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।