ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
চঞ্চল মনা চঞ্চল তুমি
চঞ্চল কেন বল..?
উন্মনা এই উদাসীকে নিয়ে
কোথায় যাবে, চল..
স্বপন জলে স্নান করে আজ
স্বপনে ভাসব মোরা,
স্বপন রাজে ছুটে বেড়াব
ছুটিয়ে স্বপন ঘোড়া।
ফুলবাগিচার ফুলকলিরা
ফুলে ফুলে একাকার,
মৌ মৌ সুরে মৌমাছিদল
গুঞ্জন বারেবার।
আকাশ জমিন চাঁদ তারা
সবই আজ দিশেহারা..
হৃদয় বাঁশি হৃদয় মাঝে
সুরের তেজে দিচ্ছে নাড়া।
চোখের কোনে চোখের জল
করেনা আর টলমল,
বুকের কষ্টে সুখ নষ্টে
ভাসি না আর ছলছল।
মনের দেশের মনের সুখ
আসল ফিরে হাসল বুক,
কান্না ব্যথা কষ্ট নিয়ে
পালালো সব বুকের দুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।