রাজধানীর জাতীয় জাদুঘরে আজ মঙ্গলবার হামলার শিকার হয়েছেন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের শিল্পী শ্যামল চৌধুরী। এ ঘটনায় আহত হয়েছেন তিনি। তাঁকে উদ্ধার করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ভাস্কর মুকুল মুত্সুদ্দী ও জাদুঘরের উপরক্ষক নীরু শামসুন্নাহার।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক সাবেক নেতার নেতৃত্বে শ্যামল চৌধুরীর ওপর হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জাদুঘর সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভাস্কর শ্যামল চৌধুরী জাতীয় জাদুঘরের একটি শিল্পকর্ম তৈরির জন্য দরপত্র জমা দেন।
এরপর তিনি জাদুঘরের উপরক্ষক (জনশিক্ষা বিভাগ) নীরু শামসুন্নাহারের কক্ষে যান। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শ্যামল চৌধুরীর ওপর হামলা চালায়। তাঁকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। এ সময় বাধা দিতে গেলে ভাস্কর মুকুল মুত্সুদ্দী ও উপরক্ষক নীরু শামসুন্নাহার লাঞ্ছিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে স্থাপিত রাজু ভাস্কর্যের স্রষ্টা শ্যামল চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে অসংখ্য ভাস্কর্য তৈরি করেছি।
অথচ আজ আমাকেই সন্ত্রাসীদের হামলার শিকার হতে হলো। এ দেশে বেঁচে থেকে আর কী হবে!’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয়েছে। ফোন না ধরায় বেলা তিনটা পর্যন্ত তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনা সম্পর্কে জাতীয় জাদুঘরের সচিব ফারুক হোসেন বলেন, ‘জাদুঘরে ঢুকে এ ধরনের হামলা ইতিহাসে প্রথম। আমরা হতবাক।
হামলার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজু ভাস্কর্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ ভাস্কর্যসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ভাস্কর্যের শিল্পী শ্যামল চৌধুরী।
প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।