আমি এক ৫ বছরের অবুঝ শিশু। আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত কি আর জাপা কি আমিতো এখনো বুঝি না। আমার এখনো দুধের দাঁতও পড়েনি। জন্ম নিয়েছিলাম সোনার বাংলার সোনার দেশে। কিন্তু রাজনীতির বিষাক্ত ছোবল কেড়ে নিল আমার সব কিছু।
রক্তাক্ত আহত অবস্থায় মায়ের কোলে শুয়ে আছি। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার এই রক্তাক্ত চেহারা দেখে আমার মায়ের হৃদয়ে বয়ে যাচ্ছে এক অদৃশ্য রক্তের বন্যা? জানি আপনারা কেউই তা দেখতে পারবেন না উপলব্ধি করতে পারবে না। আমাদের আপনাদের সকলের অনুভূতি নামক জিনিসটা ভোতা হয়ে গেছে।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভাবছেন উপরের কাহিনীটি আপনারা সিনেমা দেখছেন। অথবা এরকম কিচ্ছা কাহিনী সিনেমাতেই দেখা যায়।
নায়ক জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়ে আবার কেমনে যেন ফিরে চলে আসে আর ভিলেনকে শেষ করে দেয়। আপনারা সেই রকম কাহিনী মনে করে উপরের ঘটনায় আপনাদের বিন্দুমাত্র দুঃখ হবে না। আর ছেলেটার চোখ, হাত উড়ে গেছে সে তো আর আপনার ছেলে নয়, তাহলে দুঃখ হবে কেন। একবার প্লিজ ছবিতে মা-র দিকে আর ছেলেটার দিকে একটু গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখুন, আপনার হৃদয়ে নাড়া দেয় কি না।
বিচার দেয়ারও জায়গা নাই, বিচার করারও বিচারক নাই।
কার কাছে বিচার দিবো, বিচার দিলেইবা কি হবে। অপক্ষো করে থাকবো আল্লাহ পাকের ফয়সালা কবে আসবে সেই আশায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।