ভালো।
মলোশিয়া নেয়ার কথা বলে ভোলার লালমোহনের ১৫ শ্রমিককে ভারতের মুম্বাই শহরের একটি প্রতিষ্ঠানে নিয়ে চলছে নির্যাতন। মুক্তি পেতে তারা বাড়িতে ফোন করছেন। উপজেলার বদরপুর ইউনিয়নের চর-কচ্ছপিয়া গ্রামের ১৫ জন শ্রমিক ১ মাস আগে একটু সচ্ছলভাবে বেঁচে থাকার আশায় ভিটেবাড়ি ও জমি বিক্রি করে টাকা তুলে দেন দালালদের হাতে। বেশিরভাগ কৃষক, জেলে, দিনমজুর ও বেকার।
এলাকার আবদুল কাদের, তার ছেলে বাবুল ও শাহে আলম মলোশিয়া নেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১ লখ ৫০ হাজার টাকা করে নেন। দালালরা তাদের মলোশিয়া না নিয়ে মুম্বাই শহরের রতœা থানার একটি ইটেরভাটায় কাজ করাচ্ছেন। তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, ইটেরভাটায় তাদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে। একবেলা খাবারও দেওয়া হচ্ছে না,অশ্রাব্য গালাগালি আর বেদম প্রহারই তাদের প্রতিদিনের প্রাপ্তি। মোবাইল ফোনে তারা কান্নাকাটি করছেন দেশে ফেরার জন্য।
প্রতারণার শিকার শ্রমিকরা হলেন লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চর-কচ্ছপিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের সিরাজ, শাহিন, রিয়াজ, সেলিম, মিজান, ইলিয়াস, রিয়াজ (২), সোহাগ, দুলাল, সবুজ, কবির, রুবেল, ফারুক, দুলাল (২)। চর-কচ্ছপিয়া গ্রামের প্রতারণার শিকার সিরাজের মা ইয়ানুর বেগম জানান, আমার মুম্বাই একটি প্রতিষ্ঠানে কাজ করাচ্ছে। প্রতিনিয়ত মালিকপক্ষ তার ওপর নির্যাতন চালাচ্ছে। বিবি ছকিনা জানান, তার একমাত্র ছেলে সেলিমকে বিদেশ পাঠানোর জন্য সব বিক্রি করে তিনি এখন প্রায় নিঃস্ব। এখন আর টাকা নয় শুধু ছেলেকে ফেরত পেতে দিন রাত শুধু চোখের পানি ফেলছেন।
যে কোন ভাবে তিনি তার ছেলেকে ফেরত চান তিনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।