let us make corruption free country বিড়ালের কাছ হচ্ছে ইঁদুরকে ধরা। কিন্ত উল্টা বিড়ালকে পাহাড়াদেয় ইঁদুরের দল। যে দেশে এত র্দূর্নিতি হচ্ছে এবং শুনা যাচ্ছে সে দেশে কেমন করে উন্নয় সম্ভাব। আজ পযন্ত কেউ কি চুরি বলছে আমি চুরি করিছি ।যার মাল যায় তার না কি ঈমান যায় । দুদুকের কাজ হলো যে চুরি করেছে তাকে ডেকে এনে জিঞ্জা করা কিন্ত জিগ্সা না করে তাকে দুধে দুয়ে একটি র্সাটিফেকেট দেয়ে বলে সে বড় ভালো লোক । কে করবে তাদের বিচার -- তাই জনগণের কাছে আমার প্রশ্ন বিচারটি নিজ হাতে করে দিবেন ।আবুল আর সু-বাবুদেরকে নিজ হাতে বাঁশ দিয়ে -দেবেন----
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।