আমাদের কথা খুঁজে নিন

   

চোরের দশা

সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরণীর তরে চিহ্ন রেখে যাব। গ্রামে একটা চোর ধরা পড়লো- গ্রামের সকল গন্য মান্য ব্যক্তিদের ডাকা হলো চোরের বিচারকরার জন্য| দেশে যদি ইসলামের আইন থাকত তাহলে তার হাত কাঁটা হতো- কিন্তু যেহেতু দেশে ইসলামী আইন চালু নেই তাই চোরের জন্য শাস্তি নির্ধারন করা হলো- হয় চোরকে ১০০টা জুতার বারি খেতে হবে নাহলে একশোটা পেয়াজ খেতে হবে| তখন চোরটা বলল- "জনাব জুতা মারলে আমাকে লাগবে, আপনারা আমাকে পেয়াজ দেন- আমি পেয়াজ খাব|" তখন চোরটিকে ১০০টা পেয়াজ দেওয়া হলো| চোরটা সেখান থেকে ১টা পেয়াজ নিয়ে অর্ধেক খেয়ে বলল- "আগে যদি জানতাম পেয়াজে এত ঝাঁঝ তাহলে জুতার বারি বেছে নিতাম। জনাব আমাকে জুতার বারি দেন, আমি পেয়াজ খাবো না|" তারপর চোরটিকে জুতার বাড়ি দেওয়া শুরু করল! কিন্তু ওমা একটা জুতার বারি খেয়েই চোরটা বলল- "না না জুতার বারি অনেক ব্যাথা, আমি পেয়াজই খাবো । আমাকে পেয়াজ দেন|" তখন চোরটিকে আবারও পেয়াজ দেওয়া হলো! পেয়াজ খেয়ে চোরটা বলল- "না না আমাকে জুতার বারিই দেন আমি পেয়াজ খাবো না! ¤এরকম করতে করতে চোরটা ১০০টা জুতার বারিও খেলো ১০০টা পেয়াজও শেষ করে ফেললো| আমাদের বাংগালীরও হয়েছে একি দশা| না জানি বাংগালী জাতির পূর্ব পুরুষেরা কি পাপ করেছিলো- যার শাস্তি স্বরুপ আমরা একবার হাছিনাকে ক্ষমতায় এনে জুতার বারি খাচ্ছি; আর একবার খালেদাকে এনে পেয়াজ খেয়ে যাচ্ছি| কবে যে আমাদের পাপ মোচন হবে কে জানে-

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.