আমারদেশ আমার প্রেম মানুষ যখন বিপদে পড়ে তখন তার থেকে যে বিষয়টি নিয়ে বিপদে পড়েছে সে বিষয় টি তার কাছে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়। বিপদ থেকে উদ্ধার হওয়া পর্যন্ত সেটি তার কাছে সবচেয়ে বড় থাকে। যেমন- কিছু দিন আগে প্রথম আলো পত্রিকা বিপদে পড়েছিল পুলিশ কে নিয়ে। তখন তাদের ম্যাগাজিন এর মধ্যে লিখেছে ‘সবার উপরে পুলিশ সত্য, তাহার উপরে নেই’। যেমন কাহোকে যদি কামড়ানোর জন্য কুকুরে তাড়া করে তখন সে বলবে ‘সবার উপরে কুকুর সত্য তাহার উপরে নেই’।
আবার কেহু যদি ছিনতাই কারীর কবলে পড়ে তখন সে বলবে ‘সবার উপরে ছিনতাইকারী সত্য তাহার উপরে নেই’।
‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই’ এই কথাটি বর্তমানে মিথ্যা হতে চলেছে। এখন মানুষ হচ্ছে বোঝা। যত পার মানুষকে মার। আমাদের দেশে বর্তমানে বাঘের যে মূল্য আছে মানুষের অত মূল্য নেই।
কিছু দিন আগে ঢাকায় একটি বাসার মধ্যে বাঘের বাচ্ছা পাওয়া গিয়েছে এটা নিয়ে টিভি মিডিয়া সহ সব দিকে যেমন হৈ চৈ করে উঠল অন্য দিকে হাজার হাজার মানুষ না খেয়ে আছে, জায়গা না পেয়ে ফুটপাতে ঘুমাচ্ছে তা দেখার কেহু নেই।
‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই’ আজ মানবতা ভূলণ্ঠিত। মানুষ মানুষকে মারার জন্য হাজার হাজার অস্ত্র তৈরি করছে। অত অস্ত্র কি অন্য কোন প্রাণী বা পৃথিবীর বাহিরের কোন শক্তি কে মারার জন্য বানানো হচ্ছে না। রাশিয়া, আমেরিকা, চীন, ভারত, ফ্রান্স, জার্মান হাজার হাজার অস্ত্র বানাচ্ছে মানুষকে মারার জন্য।
এটা অন্য কোন প্রাণী বা জন্তু কে মারার জন্য নই।
কবি অক্ষয় কুমার বড়াল তার ‘মানবন্ধনা’ কবিতার মধ্যে লিখেছেন এক সময় মানুষ ছিল অসহায়। সে সময় মানুষকে সাহায্য করার জন্য মানুষের বিপদ আপদ থেকে বাচার জন্য মানুষে ছুটে এসেছেন। অন্য কোন দেবতা নই। মানুষ মানুষের বিপদ দূর করেছেন একে অপরের সাহায্য সহযোগিতার মাধ্যমে।
অথচ বর্তমানে মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র বানানোর প্রতিযোগিতায় নেমেছি।
এবার আসল কথায় আসি-
সবার উপরে সরকার সত্য তাহার উপরে নেই। এই কথাটি সকল সময়ে সকল কালে, সকল যুগে সত্য। কারণ সরকার যদি তার দেশের জনগণকে বলে আজ রাত সবাই রাত বলে স্বীকার করতে হবে। না হলে তারা দিন মানবে তাদের পুলিশ পেটাবে।
মানবতা সরকারের কাছে কিছুই না।
যেমন: আমেরিকান সরকার প্রধান ছিল ‘বুশ’ তো সে বললো ১/১১ আফগানিস্তানের ওসামাবিন লাদেন। অথচ আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে লাদেন আমেরিকা হামলা করেছে।
তার পার বিশ্ব চিত্র অনেকটা পাল্টে গেল। এই রকম আদি যুগে সরকার প্রদানেরা যা বলেছে তা সত্য হোক, মিথ্যা হোক মেনে নিতে হয়েছে।
যেমন- বারাক ওবামা বললো- লাদেন কে তারা হত্যা করেছে। অথচ এর একটা ছবি ও তারা দেখাতে পারেনি। যাক সরকার বলেছে এটা মানতে হবে।
বিশ্ব বাজারে তেলের দাম কমছে। আমাদের দেশের সরকার তেলের দাম বাড়াচ্ছে।
সরকার যা করে তা মানতে হবে। বিশ্ব ব্যাংকে বলছে পদ্মা সেতু দূর্নীতি হয়েছে- সরকার বলছে না হয়নি। সরকার তো তাই মানতে হবে।
মিয়ানমারের রোহিঙ্গাদের নিজেদের ঘর, বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সরকারের মদদে, সরকার করছে যদি তারা মানুষও হয় কিছু করার নেই। তাদের মরতে হবে, কারণ সবার উপরে সরকার সত্য তাহার উপরে নেই।
১৯৭১ সালে পাকিস্তান সরকার জোর করে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। এটা সরকারি করেছে।
ভবিষ্যতে কোন সরকার কি সিদ্ধান্ত করে পৃথিবীকে উল্টে পাল্টে দেয় আল্লায় ভালো জানে।
এই জন্য এটা সর্বসম্মতভাবে সত্য যে ‘সবার উপরে সরকার সত্য, তাহার উপরে নেই’।
ডানপক্ষ + বামপক্ষ = প্রমাণিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।