যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
সম্ভবত স্বপ্নদোষ হচ্ছে!!!
এখনো আশাবাদী হয়ে বলতে পারি স্বপ্নদোষে স্বপ্নটুকুতো আছে
প্রথমে ভেবেছিলাম
আর সবার মতই
অর্থাৎ সবগুলো আমার মতই
জমাটবাঁধা রক্ষণশীল কান্না লুকাবার
এ এক ইউটোপীয় পথ
কখনো কেবলই ক্লিশে
খাবলা খাবলা, আঁকা বাঁকা
ক্রয়ক্ষমতার সাথে স্বাধীনতার এক দুরুহ মিশেল
প্রানান্তিক অ-প্রচেষ্টা
সাদা কলার, ধূসর কলার, নীল কলারের ইস্তিরি
আর সুগন্ধি;
সুগন্ধ বুক, সুগন্ধ গৃহ, সুগন্ধি সন্তানের সুগন্ধি দ্রব
আমাদের কল্পিত এক পরিবারের রসায়ন
এ কালে এটাই ফ্যাশান
যখন দ্বিতীয়বার ভাবলাম
তখন পোড়খাওয়া প্রাজ্ঞ জানালেন
দাসত্বের একমাত্র মুক্তি
ক্রয়ে...
অর্থাৎ পুরুষেরা যা যা কিনতে পারে
অর্থাৎ খরিদের ক্ষমতায়
পুরুষ, নারী এবং ব্যক্তি হয়ে ওঠার
নৈর্ব্যক্তিক শৃঙ্খল
মধুর দেয়া নেয়ার মোড়কে
যখন তৃতীয়বার ভাবলাম
তখন ভেতর থেকে জানলাম
অ-ভাবনাতেই মুক্তি
নিয়ম মেনে হাঁটতে থাকা বেতনের চৌরাস্তায়
যখন চতুর্থবার ভাবলাম
তখন বিষ্মিত হলাম
এবং দয়ার্দ্র হলাম
ভয় নেই
হে টেবিল চাপরাশী সমবেত চাকরগণ
একদিন ইস্তীরিজাত ভাঁজ ঠিক ভেঙ্গে যাবে
একদিন সবগুলো বেড় দেয়া কোমর মুক্ত হবে
বেল্টের শৃঙ্খল থেকে
ভয় নেই
তোমাদের সবার ভেতরেই এক একটা অ-সঙ্গী বিদ্রোহী আছে
তোমাদের সবার ভেতরেই এক একটা স্বপ্নদোষ আছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।