আমাদের কথা খুঁজে নিন

   

মিলিয়ন ডলারের ধাঁধা

আজ বলব গণিতের একটি সমস্যার কথা, যার সমাধান পাওয়া যায়নি এখনো। আর এর সমাধান দিতে পারলেই মিলবে এক মিলিয়ন ডলার পুরস্কার! যেকোনো একটি সংখ্যা নিন। যদি তা জোড় হয়, ২ দিয়ে ভাগ করুন এবং বিজোড় হলে ৩ দিয়ে গুণ করে ১ যোগ করুন। এভাবে চালিয়ে যেতে থাকলে একসময় পেয়ে যাবেন ৪, ২, ১। এরপর এই পদ্ধতি চালিয়ে গেলেও বারবার ৪, ২, ১ পাওয়া যাবে।

কি পরিষ্কার হচ্ছে না? ঠিক আছে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। যেমন_ ৬ কে ২ দিয়ে ভাগ করলে হয় ৩। ৩ হলো বিজোড় সংখ্যা। একে ৩ দিয়ে গুণ করলে হয় ৯ এবং এর সঙ্গে ১ যোগ করলে হয় ১০। আবার একে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ৫।

একে ৩ দিয়ে গুণ করে তার সঙ্গে ১ যোগ করলে পাওয়া যাবে ১৬। একে ২ দিয়ে ভাগ করতে থাকলে পাওয়া যাবে ৮, ৪, ২, ১। এভাবে মোটামুটি অনেক সংখ্যাই শেষে ৪, ২, ১-এ পৌঁছে। আরো একটি বড় সংখ্যা, যেমন_২৭ কে পরীক্ষা করলে দেখা যায়, এটি ১১১ ধাপে এসে ৪, ২, ১-এ পৌঁছে। এখন প্রশ্ন হলো, সব স্বাভাবিক সংখ্যাকে কি এই পদ্ধতিতে ৪, ২, ১-এ নিয়ে আসা সম্ভব? যদি এ প্রশ্নের সঠিক উত্তর ও ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আপনিও পেয়ে যেতে পারেন এক মিলিয়ন ডলার পুরস্কার।

২০০০ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠিত আমেরিকার ম্যাসাচুসেটসের গণিতের সংগঠন ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট এ রকম সাতটি সমস্যা প্রকাশ করে পুরস্কার ঘোষণা করে। এ রকম সমস্যাকে বলা হয় রিম্যানের অনুমান। কারণ ১৮৫৯ সালে এ ধরনের ২৩টি অনুমান করেন বার্নার্ড রিম্যান। আর ৪, ২, ১-এর সমস্যাটি তৈরি করেন জার্মান গণিতবিদ লুথার কোলাৎস। মজার কথা হলো, ২০১০ সালের ১৮ মার্চ একটি সমস্যার সমাধান করে একটি পুরস্কার বাগিয়ে নিয়েছেন রাশিয়ার গণিতবিদ-ধাঁধাবিদ গ্রেগরি পেরেলম্যান।

সমস্যার সমাধান ও ব্যাখ্যা পাঠানো এবং যেকোনো তথ্যের জন্য ই-মেইল করতে পারেন এই ঠিকানায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.