২০০৫ সালে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wiltshire এলাকার Cricklade নামের এক ছোট্ট শহরের ২১ বৎসর বয়সী ছাত্র Alex Tew এর মাথায় এক ব্রিলিয়ান্ট আইডিয়া আসে। সে তখন তার বিশ্ববিদ্যালয়ের (University of Nottingham) টিউশন ফী’র টাকা যোগাতে ব্যস্ত। সে চিন্তা করে একটা ব্যতিক্রমী ওয়ের সাইট বানালে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। সে চিন্তা করলো এটা হবে একটা বিজ্ঞাপণী ওয়েব সাইট কিন্তু এর ফরম্যাটটা হবে ভিন্ন।
ওয়েব সাইটে গতানুগতিক বিজ্ঞাপণ বসানোর পরিবর্তে এটা হবে একটা pixel এর ওয়েব সাইট।
সে (১০০০ x ১০০০ = ১,০০০,০০০) এই গ্রীডের একটা ওয়ের সাইট প্ল্যান করে ফেললো। এরপর সে (১০ x ১০ = ১০০) pixel এর একেকটা ব্লক ১০০ মার্কিন ডলারে বিক্রী শুরু করলো (প্রতি pixel এর জন্য এক ডলার)। ক্রেতা ঐ pixel ব্লকে নিজস্ব ওয়েব সাইটের একটা ক্ষুদ্রাকৃতির image এবং সাইটটির URL বসিয়ে নিতো।
মিলিয়ন ডলার হোম পেইজ (http://www.milliondollarhomepage.com)
২০০৫ সালের ২৬শে অগাষ্ট ওয়েব পেইজটি launch করা হয়।
Tew পাউন্ডের পরিবর্তে ডলার ব্যবহারের সিদ্ধান্ত নেয় যেহেতু online population ইংল্যান্ডের চেয়ে আমেরিকার বেশী। প্রথম দিকে Tew এর বন্ধুরা এবং family member ‘রাই এর ক্রেতা ছিলো। এক বন্ধু ২০ x ২০ = ৪০০ টি pixel চারশ ইউ এস ডলারে কিনে এর যাত্রা শুরু করেছিলো
এরপর Tew কে আর থেমে থাকতে হয়নি। BBC তে এর কথা জেনে ক্রেতারা প্রায় হুমড়ি খেয়ে পড়ে। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকা আর ওয়েব সাইটতো আছেই।
Alexa রেটিং এ এটা ১২৭ উঠে গিয়েছিলো। ২০০৬ এর ১লা জানুয়ারী এর শেষ ১০০০ pixel কে eBay তে নিলামে দেয়া হয় এবং ১১ই জানুয়ারী ৩৮,১০০ ডলারে বিক্রী হয়।
মাত্র পঞ্চাশ পাউন্ড খরচ করে একটা ডোমেইন registration করে সব খরচ মিটিয়েও Tew সর্বমোট ১,০৩৭,১০০ ডলার উপার্জন করেছিলেন।
দেখুনতো যুবক ভাইয়েরা, Google Adsense এর পেছনে না দৌড়িয়ে এমন কোন অভিনব আইডিয়া দিয়ে জীবনকে বদলে দিতে পারেন কিনা।
তথ্যসূত্র:
অসংখ্য ওয়েব সাইট বিশেষত উইকিপিডিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।