আমি জোনাক হতে চাই
ফায়ারফ্লাই।
আলো নিয়ে নিয়ে ঘুরবো
চকমকি পাথর থেকে আলো ধার করবো
পরীর রাজ্য ছেড়ে ঐ ছেঁড়া বস্তির ঘরে আলো নিয়ে হাজির হবো।
ক্ষুধার কান্নায় আলো জ্বেলে দুনিয়া রাঙাবো।
আমাকে জোনাক হতে দাও
ঘুমিয়ে পড়া পৃথিবীতে সব জোনাক এক হয়ে
আলো জ্বালবো
আমিও জোনাক হবো।
যদি কখনো দেখো মিলিয়ন ফায়ারফ্লাই আমাকে জড়িয়ে ধরেছে
একটুও ভেবোনা
ঝলসে যাবোনা
বরং সেটা হবে আমার জোনাকে রূপান্তর!
অলিগলিতে জমে থাকা কান্নার ফোঁটাগুলো
শিশির-মুক্তো করে জমাবো
লাখ লাখ পথ-জোনাকের সাথে নাচবো আমিও
আলোয় ঝলসে যাব ঐ অট্টালিকার মার্বেল পাথর।
স্বপ্নগুলোকে একসাথ করে
ছুঁড়ে দেবো সাগরে, একটা বোতলে ভরে।
বারো মিলিয়ন ফায়ারফ্লাইকে একসাথে নিয়ে
আইফেল টাওয়ারের ওপর বাতি জ্বালাবো
ধীরগতির এই পৃথিবী চমকে ঘুরে যাবে।
ঘুমিয়ে থাকলেও জেগেই থাকি আমরা।
আমাকে জোনাক হতে দাও!
-------------------------------------------------------------------------------
এটা বিযুনেশের ছবি। ছবিটি ২০০৮ সালে ইথিওপিয়ায় তোলা যখন ওর বয়স তিন।
বিযুনেশ নামের অর্থ "প্রাচুর্য"! আহ, প্রাচুর্য! বিযুনেশ আমার জোনাক-দলের একজন।
ছবি কৃতজ্ঞতা: আনিতা পাওয়েল/এপি।
-----------------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।