আজকে দেখলাম অনলাইন পত্রিক বাংলানিউজটোয়েন্টিফোর.কম একটি সংবাদ করেছে মাথা বিগড়েছে গ্রামীণফোনের! যার বিষয় বস্তু হচ্ছে " ১২ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। ইউনিভার্সেল অ্যাকসেস টু রিপ্রোডাক্টিভ হেল্থ সার্ভিসেস: সার্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা- ডিজিএফপি। কিন্তু বাস্তবে ১২ জুলাই বৃহস্পতিবার নয়, বিশ্বজনসংখ্যা দিবস হচ্ছে ১১ জুলাই বুধবার। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিবসটি বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশে পালিত হচ্ছে আজ (বুধবার)। কিন্তু গ্রামীণ ফোনের কোটি কোটি গ্রাহক বুধবার দুপুর থেকে গ্রামীণের ওই এসএমএস পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন।
কিন্তু গ্রামীণফোনের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনও সংশোধনী পাঠানো হয়নি। এতে সাধারণ গ্রাহকদের অধিকাংশই বিভ্রান্তিতেই থাকেন। "
আবার সন্ধ্যায় এবিষয়ে আরেকটি নিউজ করে বাংলানিউজের খবরে ভুল সংশোধন গ্রামীণফোনের
কিন্তু মজার বিষয় হচ্ছে এ ভুল শুধু গ্রামীণফোন করে নি। বাংলালিংকও একই ভুল করেছে। আরও কেউ করেছে কিনা আমার জানা নেই।
আমি গ্রামীণফোন এবং বাংলালিংক এর এসএমএস পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম শুধু গ্রামীণফোনের ভুল নিয়ে নিজউ করল কেন ? বাংলালিংক কে এড়িয়ে যাবার কারন কি ?
বাংলানিউজের খবরে ভুল সংশোধন গ্রামীণফোনের। কিন্তু বাংলানিউজটোয়েন্টিফোর.কম আপনাদের ভুল কে সংশোধন করবে ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।