আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে আর কোন দিন বিদেশীদের টাকা ভাংতি দিমু না!!!

বাংলাদেশের রাজনীতি হলো একটা দু'মুখো সাপ, যে দিকে যাবেন সেদিক থেকেই কামড়াবে। কয়েক দিন আগের ঘটনা। সারা দিনের ব্যস্তাতার শেষে বিকেলে অফিসে বসে আছি। এর মধ্যে একজন বিদেশী অফিসের বাইরে দাঁড়িয়ে আমাকে ১০০০টাকার একটি নোট দেখিয়ে বললো, আপনার কাছে ভাংতি হবে? আমি সত্যি বলতে খুব কমই ভাংতি দেই, কারন পরে দেখা যায় নজেই ভাংতি সংকটে পরে যাই। আমি তাকে ভাংতি নাই বলতে যেয়ে ভাবলাম, বিদেশি মানুষ কেনা কাটা করতে এসে ভাংতি পাচ্ছে না এটা ঠিক না।

আমি তাকে ভিতরে আসতে বললাম। লোকটি ভিতরে প্রবেশ করতে করতে তার সাথে আরো একজন বিদেশী লোক প্রবেশ করলো রুমে। আমি তাদের বসতে বললাম। কিন্তু তারা বসবে না। আমি ড্রয়ার থেকে দুটি ৫০০টাকার নোট বের করে তার হাতে দিলাম।

সে নোট দুটি হাতে নিয়ে আমাকে একটি ফিরিয়ে দিয়ে বললো এটাকে বদলে দিতে। আমি বদলে আরেকটি নোট দিলাম। এবার সে আমাকে বললো, না তার অন্য কোন রং বা ডিজাইনের টাকা চাই। আমি ভাবলাম আমারটা পুরাতন ৫০০টাকার নোট। লোকটি হয়তো নতুন নোট চাচ্ছে।

আমি জানি আমার কাছে নেই, তাই আমি তাকে আবার না করলাম যে আর কোন নোট নেই, নিলে এটাই নিতে হবে। তখন সে তার মানি ব্যাগ বের করে বিদেশী একটি নোট দেখিয়ে বললো, সে বিভিন্ন দেশের বিভিন্ন নোট সংগ্রহ করে। আমি তাকে বললাম, এর বাইরে আর কোন নোট নেই। কিন্তু সে মানতে নারাজ। সে আমাকে বললো আপনি ড্রয়ারটা ভালো ভাবে চেক করুন পাবেন।

এই বলতে বলতে সে আমার ড্রয়ারে কাগজের খাম দেখিয়ে বললো, এটার মধ্যে দেখুন। আমি অবাক হলাম এখানে টাকা আছে ও জনলো কি করে?? আমি ড্রয়ার থেকে খামটা বের করে দূরে সরিয়ে রাখলাম। কিন্তু ব্যাটা নাছোড় বান্দা। সে আমাকে অনুরোধ করেই যাচ্ছে। এক সময় আমি অনুভব করতে পারলাম আমি বিষয়টা নিয়ে অনেক বিরক্ত কিন্তু আমি ওদের কিছুই বলতে পারছি না।

এবং আমি শেষ পর্যন্ত খাম খুলে টাকা বের করে দিলাম, এটা দেখাতে যে এখানে অন্য রং বা ডিজাইনের টাকা নেই। আমার হাত থেকে কিছু টাকা সে দেখতে নিয়ে ফ্লরে ফেলে দিলে আমি তার উপর নজর রেখেই টাকা গুলো তুললাম। এভাবে আরো অনেকটা সময় কেটে গেলো। আমার সব কিছু এলোমেলো লাগছে। এবং আমার নিজেকেই বিভ্রান্ত মনে হচ্ছে।

ঠিক ঐ সময় আমার রুমে পাশের এক ব্যবসায়ী প্রবেশ করলো। এবং এসেই বললো, ড্রয়ারটা বন্ধ করে ওদের সাথে কথা বলেন। এই কথা শুনেই যেন আমি আমার মাঝে ফিরে এলাম। আমি সাথে সাথে ড্রয়ার বন্ধ করে দিলাম। আর ঐ দুই বিদেশী আর অপেক্ষা না করে আমাকে এতক্ষন বিরক্ত করার জন্য দুঃখিত বলে দ্রুত চলে গেল।

এই হলো এই দিনের ঘটনা। কিন্তু পরের দিন জানতে পারলাম তারা দুজন আমার এখান থেকে বের হয়ে পাশের এক মার্কেটের ব্যবসায়ীর কাছ থেকে এমনি ভাংতি চেয়ে তার ড্রয়ার থেকে ৬০০০টাকা নিয়ে গেছে। এবং আরো জানতে পারলাম যে, তারা বিভিন্ন মার্কেটে এভাবেই ঘুড়ে বেড়ায় আর ভাংতি করার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে টাকা নিয়ে চলে যায়। অতএব সাবধান হোন অন্ততো বিদেশী কাউকে টাকা ভাংতি দেওয়ার আগে। আমি ঐ যাত্রায় বেঁচে গেছি বিপদের হাত থেকে।

আমার কাছ থেকে কোন টাকা নিতে পারে নাই। আল্লাহ্‌কে অসংখ্য ধন্যবাদ ঐ বিপদ থেকে রক্ষা করার জন্য। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।