বাংলাদেশ একটি স্বাধীন- সার্বভৌম রাষ্ট্র এবং আমরা বাংলাদেশী আর তাই দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার দ্বায় আমাদের সকলেরই দেশঃ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ ভৌগলিক অবস্থানঃ দক্ষিণ এশিয়া; ২০°৩৪´ এবং ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ এবং ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে; এদেশটিতে সমতল উর্বর ভূমি রয়েছে। সীমানাঃ উত্তর - ভারত(পশ্চিম বঙ্গ মেঘালয়) পশ্চিম - ভারত(পশ্চিম বঙ্গ) পূর্ব - ভারত(ত্রিপুরা ও আসাম)এবং মায়ানমার দক্ষিণ - বঙ্গোপসাগর এলাকাঃ ১৪৭,৫৭০ বর্গ কি.মি. (রাষ্ট্রীয় সমুদ্র এলাকা- ১২ নটিকাল মাইল) রাজধানীঃ ঢাকা শহরের এলাকা ১৫২৮ বর্গ কি.মি. প্রমান সময়ঃ জিএমটি+৬ ঘন্টা জলবায়ুঃ উপ-গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী বায়ু শীতকাল (নভেম্বর-ফেব্রুয়ারী) গড় তাপমাত্রা সর্বোচ্চ ২৯°সে, গড় সর্বনিম্ন ১১°সে; গ্রীষ্মকাল (মার্চ-জুন) গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩২°সে, গড় সর্বনিম্ন ২১°সে, বর্ষাকাল (জুলাই-অক্টোবর) বৃষ্টিপাতঃ ১১৯৪ মিমি থেকে ৩৪৫৪ মিমি (বর্ষাকালের গড়, জুন-আগষ্ট) আদ্রতা:সর্বোচ্চ ৯৯ শতাংশ(জুলাই), সর্বনিম্ন ৩৬ শতাংশ(ডিসেম্বর এবং জানুয়ারী) জনসংখ্যাঃ ১৫২.৫১ মিলিয়ন (পপুলেশন এন্ড হাউজিং সেনসাস রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭ শতাংশ জনসংখ্যার ঘনত্বঃ ১০১৫ জন প্রতি বর্গ কি.মি মোট জন্মহারঃ প্রতি মহিলা ২.৫৫ জন শিশুর জন্ম দেয় (আনুমানিক, ২০১২) আয়ুঃ ৭০.০৬ বছর (আনুমানিক, ২০১২) জন্মহারঃ ২২.৫৩ (আনুমানিক, ২০১২) মৃত্যুহারঃ ৫.৭১ (আনুমানিক, জুলাই ২০১২) প্রাপ্তবয়স্কদের শিক্ষার হারঃ ৪৭.৯ শতাংশ (১৫ বছরের উর্দ্ধে) ভাষাঃ ৯৫ শতাংশ বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী ৫ শতাংশ। ইংরেজী ব্যপক ভাবে কথ্যভাষা হিসেবে ব্যবহৃত ধর্মঃ মুসলমান (৮৮.৩%), হিন্দু (১০.৫%), বৌদ্ধ (০.৬%) খ্রিষ্টান (০.৩%) এবং আধ্যাত্ববাদ এবং উপজাতীয় ধর্মে বিশ্বাসী (০.৩%) খাদ্যঃ ভাত, সবজি, ডাল, মাছ এবং মাংস। খণিজ সম্পদঃ প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, শক্ত পাথর, কয়লা, লিগনাইট, সিলিকা বালু, সাদা কাদা, তেজস্ক্রিয় বালু ইত্যাদি।(তেলের মজুদ থাকার অনেক সম্ভাবনা রয়েছে) মানব সম্পদঃ একটি বিশাল মানবসম্পদের ভান্ডার, যারা ২১টি সরকারী এবং কারিগরী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৫২টি বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং ইলেকট্রনিক মিডিয়া দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত। দক্ষ শ্রেণীঃ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ডাক্তার, অর্থনীতিবিদ, হিসাবরক্ষক, প্রশাসনিক ও ব্যবস্থাপনা, অত্যন্ত কম বেতনে,সহজে প্রশিক্ষিত,অভিযোজনীয়,কঠোর পরিশ্রমী,বুদ্ধিমান এবং তারুণ্যে ভরা কর্মী বাহিনীর প্রাচুর্য। মূদ্রাঃ টাকা বর্তমান মূল্যে জিডিপিঃ ৯,১৪৭.৮৪ বিলিয়ন টাকা (১১২.১৭ বিলিয়ন ইউএস ডলার) মাথাপিছু বার্ষিক জিডিপিঃ ৭৭২ ইউএস ডলার স্থায়ী মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার (১৯৯৫/৯৬) ৬.৩২ শতাংশ স্থায়ী মূল্যে কৃষি প্রবৃদ্ধির হারঃ ১.৭২ শতাংশ শিল্প/উৎপাদন প্রবৃদ্ধির হার(জিডিপি এর %) ৯.৭৬ শতাংশ বৃহৎ ও মাঝারি শিল্পঃ ১০.৭৮ শতাংশ ক্ষুদ্র শিল্পঃ ১.৭৮ শতাংশ বর্তমান মূল্যে সেবা খাতের বৃদ্ধির হারঃ ৪৯.৪৫ শতাংশ মূদ্রাস্ফীতির হার (১২ মাসের গড়) ৯.৩৩ শতাংশ জিডিপ’র অভ্যন্তরীণ সঞ্চয়ের হারঃ ১৯.৩৭ শতাংশ জাতীয় সঞ্চয়ের হারঃ ২৯.৪০ শতাংশ জিডিপ’র বিনিয়োগের হারঃ ২৫.৪৫ শতাংশ রপ্তানি (২০১১-১২) ২৪২৮৭.৬৪ মিলিয়ন ইউএস ডলার (জুলাই থেকে মার্চ) আমদানি (২০১১-১২) ৩৫৪৪১.৮০ মিলিয়ন ইউএস ডলার (জুলাই থেকে মার্চ) বাণিজ্য ঘাটতিঃ ১১১৫৪.১৪ মিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মূদ্রার মজুদঃ ১০৩৬৪.৪৩ মিলিয়ন ইউএস ডলার রেমিটেন্সঃ ১২৮৪৩.৪২ মিলিয়ন ইউএস ডলার বিদেশী বিনিয়োগ সরাসরিঃ ৯৯৫ মিলিয়ন ইউএস ডলার পোর্টফোলিওঃ ১৯৮ মিলিয়ন ইউএস ডলার ব্যাংক রেটঃ ৫.০ শতাংশ ব্রড মানি (এম২) ৫১৭১০৯.৫০ কোটি টাকা মোট লিমিটেড কোম্পানীর সংখ্যাঃ পাবলিক লিমিটেড কোম্পানীঃ ৩৫,০০০ প্রাইভেট লিমিটেড কোম্পানীঃ ২৩,০০০ মৌলিক শিল্পঃ পোশাক, ঔষধ, বস্ত্র, কাগজ, উৎপাদন, নিউজপ্রিন্ট, সার, চামড়া এবং চামড়াজাত পণ্য, চিনি, সিমেন্ট, মাছ প্রক্রিয়াজাতকরণ, ইস্পাত এবং রাসায়নিক শিল্প ইত্যাদি মূল রপ্তানি পণ্যঃ পোশাক, চা, পাট, হিমায়িত চিংড়ি, চামড়াজাত পণ্য, নিউজপ্রিন্ট, কাগজ, ন্যাপথা, ইউরিয়া ইত্যাদি মূল আমদানিঃ জ্বালানী, চাল, গম, তুলা ও বস্ত্র, পেট্রোলিয়াম পণ্য, সার, মূল ফাইবার, সুতা ইত্যাদি সুত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ইকোনমিক ট্রেন্ডস অফ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১২ এবং www. cia.gov
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।