পুরো নাম: আবু তারেক মাসুদ।
জন্ম: ১৯৫৭ সালের ৬ ডিসেম্বর।
জন্মস্থান: ফরিদপুরের ভাঙ্গায় নূরপুর গ্রাম।
মৃত্যু: ১৩ আগস্ট ২০১১।
প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান: ভাঙ্গা ঈদগা মাদ্রাসায় প্রথম পড়াশোনা।
এরপর ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মৌলানা পাস করেন। ফরিদপুরের ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষার মাধ্যমে প্রথম বিভাগে এসএসসি পাস করেন।
কলেজ: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ছয় মাস পড়াশোনার পর বদলি হয়ে নটর ডেম কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন।
বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পেশা: চলচ্চিত্র নির্মাণ।
উপাধি: বিকল্পধারার চলচ্চিত্রনির্মাতা।
মায়ের নাম: নুরুন নাহার মাসুদ।
বাবার নাম: মশিউর রহমান মাসুদ।
বাবার পেশা: শিক্ষকতা।
তারেক মাসুদের বিয়ে: ১৯৮৯ সালে।
স্ত্রীর নাম: ক্যাথরিন মাসুদ।
সন্তান: বিংহাম পুটার মাসুদ নিষাদ।
ভাইবোন: ৫ ভাই ২ বোন।
উল্লেখযোগ্য কাজ:
চলচ্চিত্র
সোনার বেড়ি (১৯৮৫)
আদম সুরত (১৯৮৯)
মুক্তির গান (১৯৯৫)
মুক্তির কথা (১৯৯৬)
মাটির ময়না (২০০২)
অন্তর্যাত্রা (২০০৬)
নরসুন্দর (২০০৯)
রানওয়ে (প্রিমিয়ার ২ অক্টোবর ২০১০)
অর্জন
মুক্তির গান
ফিল্ম সাউথ এশিয়া, বিশেষ সম্মাননা (১৯৯৭)
মাটির ময়না
কান চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক সমালোচক পুরস্কার (২০০২)
কান চলচ্চিত্র উৎসব ডিরেক্টর ফর ফোর্টনাইট পুরস্কার (২০০২)
এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২০০২)
মন্ট্রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২০০২)
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব মারাকেশ, বেস্ট স্ক্রিনপ্লে (২০০২)
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২০০৩)
পাম স্প্রিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (২০০৩)
নিউ ডিরেক্টর/নিউ চলচ্চিত্র উৎসব (২০০৩)
কারা চলচ্চিত্র উৎসব [বেস্ট ফিল্ম] (২০০৩)
মনোনয়ন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব মারাকেশ, গোল্ডেন স্টার (২০০২)
ডিরেক্টরস গিল্ড অব ব্রিটেন, আউটস্ট্যান্ডিং ডিরেক্টরিয়াল অ্যাচিভমেন্ট ইন ফরেইন ল্যাংগুয়েজ ফিল্ম (২০০৪)
এ ছাড়া অস্কার পুরস্কারে সেরা বিদেশি ছবির বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মাটির ময়না (২০০৪)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।