সৈয়দ শামসুল হক [জন্ম ২৭ ডিসেম্বর, ১৯৩৫] মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। ১৯৪৯-৫০ সালের দিকে ম্যাট্রিক পরীক্ষার পরে ব্যক্তিগত খাতায় ২০০টির মতো কবিতা রচনা করেন। তার প্রথম লেখা প্রকাশ হয় ১৯৫১ সালের মে মাসে, ফজলে লোহানী সম্পাদিত 'অগত্যা' পত্রিকায়। পিতার ইচ্ছা ছিল তাকে তিনি ডাক্তারি পড়াবেন। পিতার এরকম দাবি এড়াতে তিনি ১৯৫১ সালে বম্বে পালিয়ে যান।
সেখানে তিনি বছরখানেকের বেশি এক সিনেমা প্রডাকস হাউসে সহকারী হিসেবে কাজ করেন। ১৯৫২ সালে তিনি দেশে ফিরে এসে জগন্নাথ কলেজে নিজের ইচ্ছা অনুযায়ী মানবিক শাখায় ভর্তি হন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে স্নাতক পাসের আগেই ১৯৫৬ সালে সেখান থেকে পড়াশোনা অসমাপ্ত রেখে বেরিয়ে আসেন। এর কিছুদিন পর তার প্রথম উপন্যাস 'দেয়ালের দেশ' প্রকাশিত হয়।
তার উল্লেখযোগ্য রচনার মধ্যে প্রবন্ধগ্রন্থ 'হৃৎ কলমের টানে' [১ম খণ্ড ও দ্বিতীয় খণ্ড]; ছোটগল্প 'তাস', 'শীত বিকেল', 'রক্তগোলাপ', 'আরন্দের মৃত্যু', 'প্রাচীন বংশের নিঃস্ব সন্তান', 'সৈয়দ শামসুল হকের প্রেমের গল্প', 'জলেশ্বরীর গল্পগুলো', 'শ্রেষ্ঠ গল্প'; কবিতাগ্রন্থ
'একদা এক রাজ্যে', 'বিরতিহীন উৎসব', 'বৈশাখে রচিত পংক্তিমালা', 'প্রতিধ্বনিগণ', 'অপর পুরুষ', 'পরাণের গহীন ভিতর', 'নিজস্ব বিষয়', 'রজ্জুপথে চলেছি' 'বেজান শহরের জন্য কোরাস', 'এক আশ্চর্য সংগমের স্মৃতি', 'অগি্ন ও জলের কবিতা', 'কাননে কাননে তোমারই সন্ধানে', 'আমি জন্মগ্রহণ করিনি', 'শ্রেষ্ঠ কবিতা', 'রাজনৈতিক কবিতা', 'কবিতা সংগ্রহ', 'প্রেমের কবিতা' 'ধ্বংসস্তূপে কবি ও নগর'; উপন্যাস 'এক মহিলার ছবি', 'অনুপম দিন', 'সীমানা ছাড়িয়ে', 'নীল দংশন', 'স্তব্ধতার অনুবাদ', 'স্বপ্ন সংক্রান্ত',
'ত্রাহি', 'তুমি সেই তরবারী', 'নির্বাসিতা', 'নিষিদ্ধ লোবান', 'খেলা রাম খেলে যা'; কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'গণনায়ক', 'নুরুলদীনের সারা জীবন', 'এখানে এখন'; অনুবাদ 'ম্যাকবেথ', 'টেম্পেস্ট' প্রমুখ।
তিনি বাংলা একাডেমি পুরস্কার [১৯৬৬],
আদমজী সাহিত্য পুরস্কার [১৯৬৯], অলক্ত স্বর্ণপদক [১৯৮২], আলাওল সাহিত্য পুরস্কার [১৯৮৩],
কবিতালাপ পুরস্কার [১৯৮৩],
লেখিকা সংঘ সাহিত্য পদক [১৯৮৩], একুশে পদক [১৯৮৪], জেবুন্নেসা-মাহবুবউল্লাহ স্বর্ণপদক [১৯৮৫], পদাবলী কবিতা পুরস্কার [১৯৮৭], নাসিরুদ্দীন স্বর্ণপদক [১৯৯০], টেনাশিনাস পদক [১৯৯০] ইত্যাদি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।