১৯৭১ এর ২রা ডিসেম্বর ব্রিটিশ শাসন থেকে বিভাজন হয়ে ৭টি রাজ্য নিয়ে গঠিত হয় সংযুক্ত আরব আমিরাত। আরবিতে বলা হয় دولة الإمارات العربية المتحدة Dawlat al-Imārāt al-‘Arabīyah al-Muttaḥidah দেশটির রাজধানী আবুধাবী। বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুরজ্ খালিফা আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এর উচ্চতা ৮২৮ মিটার। বিশ্বে তেল মওজুদকারী দেশ হিসেবে আমিরাতের অবস্থান ৬ষ্ঠ।
৭টি রাজ্যে রয়েছে ভিন্ন ভিন্ন রাজ্য প্রধান (শেখ)। রাষ্ট্রীয় কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে সুগঠিত কাউন্সিল দ্বারা। রাষ্ট্র্ প্রধান হিসেবে আছেন দেশেটির প্রেসিডেন্ট এবং আবুধাবীর শাসক মহামান্য শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। ভাইস প্রেসিডেন্ট এবং দুবাই এর শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।
একনজরে দেখুন আরব আমিরাতের ৭ জন রাষ্ট্রপ্রধানকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।