আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! ১)জন্মান্ধ চোখের ক্ষতে হারিয়ে যাওয়া মানবীরা থাকেন। নিয়তবন্ধী না হলে অনায়াসেই তাদের প্রেমিক হওয়া যেত ! ক্ষত তৈরি হয় সমুদ্রের বুকে ও, নিজেদের যৌথ শামুকবাসে ! বিষের রেণু মাথায় নিয়ে লাল ঘোড়া চালিয়ে যায় দক্ষ অশ্বারোহী! হে প্রিয়রা, অশ্রু লুকাতে বৃষ্টিতে কেঁদো! আমি , আমরা এমন কেন? সরে যাচ্ছি কি জীবন থেকে , জানি না। আনন্দের পায়রারা প্রাচীন বাঈজির কোমরের পাশে ডানা হারিয়ে ফেলে, এখানে সুখ নেই বুঝি! কোন চেনা কিশোরীর করুণ ভংগিমায় দাঁড়িয়ে পড়ে আমাদের অনির্ধারিত পৃথিবী, আয়নার দৃশ্যকল্পে সুখ আর অসুখের পারস্পরিক দৌড় প্রতিযোগিতা!" ২) সমস্ত জীবন ভ্রমণ শেষে কেঊ চাঁদ খুজে পায় অথবা কেঊ মরুভুমি! জেনে রেখো, এইসব ভ্রমণের ভিতরও হেমলক অথবা নীলিমার রুমাল ঊড়ে! আর আমরা যারা ভ্রমণরত-তাদের মেঘের অপেরা শুনতে শুনতে ঘুমিয়ে নেওয়া ভালো;কে না জানে- সন্ধ্যার ফুল সন্ধ্যাতেই ঝড়ে যায় ! ৩) যারা একসময় প্রেমের কবিতা লিখতো , তারা লাল ঘোড়ায় চেপে হারিয়ে গ্যাছে শীতগ্রস্থ দ্বীপ পানে ;আর এখানে জানালা গলে বের হয়ে যায় প্রেম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।