আমাদের কথা খুঁজে নিন

   

মেগাসিরিয়াল - পদ্মা সেতুঃ সামনে আরও যা যা নাটকবাজি হবে.....

When freedom is outlawed, then only outlaws will have freedom পদ্মা সেতু!!! বাংলাদেশের রিসেন্ট মোস্ট পপুলার মেগাসিরিয়াল। প্রতিদিন টিভি তে দেখি, মন খুলে নোংরা গালাগালি করি, এরপর ভাল মতো দাঁত ব্রাশ করি। এইটা নিয়া এত কথা হইতাসে, যে পদ্মা-মেঘনা দিয়াও এত পানি যায় নাই। কথা দিয়া সেতু বানাইতে পারলে এদ্দিনে ডজন খানেক সেতু হয়া যাইত। কথা বেচতে পারলে মন্ত্রীগুলা একএকটা বিল গেটস হইয়া যাইত।

যাই হোক পদ্মা সেতু মেগাসিরিয়ালের পরবর্তী পর্বে কি কি থাকতে পারে এক্তু দেখি ১.প্রথমেই বলা হবে- বন্ড চাই না !!! সারচার্জই বসাতে হবে (বন্ডের তো ইয়ারলি রিটার্ন দিতে হবে। অন্যদিকে, কার বুকের পাঠা আছে আমাগো কাছে সারচার্জের হিসাব চায়) ২. মোবাইলে কথা বলার উপর সারচার্জ বসবে (আমাগো মন্ত্রীরা তো সব বিল বকেয়া রাখে, এইডাও থাকল)। পার্লামেন্টে বক্তব্য তো সারচার্জ ফিরি (কাম তো অই একটাই)। ৩. বউয়ের লগে যতবার অইডা করবেন??? তাও ট্যাক্স ভ্যাট দিবেন (বেডরুমে নিরাপত্তা থাকুক আর না থাকুক) ৪. একবেলা বাজার করা বন্ধ থাকবে (অই টাইমে বাজারের সব মালামাল চলে যাবে এমপি গুলার বাসায়) ৫. ফেসবুকে লগইন করলেই সারচার্জ/ভ্যাট বসবে (যত্ত সব ফালতু লোক ফেসবুক ইউজ করে। খারা, তোগো ইক্টু ইসকুরু টাইট দেই) ৬. ব্যবসায়িরা প্রধানমন্ত্রীর তহবিলে মুক্তহস্তে দান করবে (কি সুন্দর ত্যাল।

সামনে ঈদ। তাই, নো প্রবলেম, লেবু চিপার মতন, পাবলিকরে চিপ্পা, উশুল কইরা ফালামু) ৭. সরকারি কর্মচারীরা একদিনের বেতন দিবে তহবিলে (তাতো দিবেই!!! বেতন তো তাদের বাড়ির বিলাইয়ের পকেট মানি) ৮. বেসরকারী কর্মচারীরাও একদিনের বেতন দিবে তহবিলে (দিতে বাধ্য !!! কি? দিবি না??? না দিলে জিপির মতন, ফায়ার লেটার চলে যাবে এস.এম.এস এ ) ৯. দেশে কথামালা বিশ্ববিদ্যালয় নামে নতুন ভার্সিটি হবে (ভবিষ্যৎ মন্ত্রী সাপ্লাই কেন্দ্র) ১০. মন্ত্রী গুলানের পারসেন্ট বেড়ে যাবে (যে যত বেশি কথা বলে তার তত বেশি পারসেন্ট)। সামনে মেহেরজানের মতন আরও ল্যাদানি আসছে !!! ১১. পেট্রলের দাম আকাশ ছোবে (প্রতিদিন বাস কন্টাক্টরদের সাথে আমরা রেসলিং করুম— লেডি বাস কন্টাক্টর চাই আমরা) ১২. পদ্মার মা, পদ্মার বাপেরে ফালায়া, আর এক ব্যাডারে বিয়া করবে আরও আইডিয়া থাকলে দেন। টাইম টু টাইম আপডেট করা হবে!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।