আমাদের কথা খুঁজে নিন

   

মেগাসিরিয়াল।

ািূ

অন্যান্ন বছরের ন্যয় ডিসিসি/ ওয়াসা এবং পিডিবির মহান পরিচালক বৃন্দ তাদরে মেগাসিরিয়ালের নতুন পর্ব প্রকাশ করেছেন। আমি ঢাকার মোহাম্মাদপুরের বাসিন্দা, বিগত এক মাস যাবৎ ওয়াসা কর্তৃপক্ষ তাদরে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। রাস্তার দুই ধারে মনের মত করে খুরে ইয়া মোটা মোটা পাইপ স্থাপন চলছে। এবারের পাইপ গুলো বিগত বছরের থেকে আরও মোটা বলে মনে হল। এমনিতেই যানযট কমানোর জন্য স্কুল কলেজের সময় আগিয়ে আনা হয়েছে, যদিও তার ফলাফল শূন্য ররং উল্টা হয়েছে।

আমার অফিস ৯.৩০ মিনিটে। মোহাম্মদপুর থেকে বাস এ আসতে বড়জোর ৪৫ মিনিট লাগে। কিন্তু ওয়াসার উন্নয়ন কার্য, আগিয়ে আনা স্কূল যাত্রীদের ভীড় এবং কোন কারন ছাড়া একটানা মানিক মিয়া এভিনিউ এর ৩০ মিনিটের সিগন্যাল এর কারনে ৪৫ মিনিটের যাত্রা ২ ঘন্টায় ও শেষ হতে চায়না। দেরী করে অফিসে আসার কারনে বেতন কর্তন হলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকেনা। লেখাটি ভাল বা মন্দ লাগার জন্য পোস্ট করলাম না, আজও একটা লাল দাগ খেলাম দেরী হবার কারনে তাই একটু আফসোস করলাম আর কি।

পরিশেষে একটা প্রশ্ন করতে চাই, এভাবে বছর বছর ওয়াসার আন্ডার গ্রাউন্ডের স্থাপিত পাইপের সাইজ কত বড় হলে ওনারা যথেষ্ট হয়েছে বলে মনে করবেন আর আমাদের একটু ক্ষান্ত দেবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।