আমাদের একটা মানুষের সমাজ লাগবে আমরা তো ওকে চিনতাম তবে এখন আর নয় কেন সেই একই হাসি, একই চাহনি, অদ্ভুতুড়ে ভঙ্গিমা ওর কষ্টগুলা তো আমাদের ভোগায় না সত্যি, সত্যি ওর জমাট ক্লেশ আমাদের স্পর্শও করেনা আমরা তো আর ও না, আমাদের ওর মত এমনভাবে ভাবতেও হয়না সত্যি আমরা ভালবাসতে ভুলে গেছি,তুলাদন্ডে বিচার করছি সব্বাইকে আর তারাও আমাদেরকে, একে অপরকে, আর সবাই মিলে সবাইকে। কামানের পিঠে চড়ে হাজার হাজার কেজি ওজনের গোলা ছুড়ছি ওদের ধ্বংস করে দিয়ে নিজেদেরও নিশ্চিহ্ন করছি ক্রমাগত আহা আমাদের প্রতিবেশী, ভাই, বোন, সন্তানগন আমরা তোমাদের কেন ভালবাসতে পারলাম না? কেন আমরা সবাই মিলে আমাদের কষ্টগুলো শুষে নিতে পারলাম না আমরা তো অবিশ্বাস্য গতিতে আমাদের নিশ্চিহ্ন করে চলছি আচ্ছা মাংসপিন্ডগুলো আর এক একটা আস্ত মানুষ কি এক হয়? আমাদের যে ভালবাসতেই হবে, মানুষ হয়ে থাকলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।