চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর
Board CHITTAGONG
Roll No. 504522
সাজ্জাদ হোসেন গতকাল সবার মত পরীক্ষা পাসের আনন্দ করতে পারেনি। সাজ্জাদ আমাদের এলাকারই এক ভাতিজা সম্পর্কীয় মেধাবী ছেলে। এবার চট্টগ্রাম সরকারী মুসলিম হাই স্কুলে থেকে পরীক্ষা দিয়েছে। পরিবার-শিক্ষক এবং তার কনফিড্যান্স ছিল গোল্ডেন জিপিএ ৫ পাবে। কিন্তু কি এক অজ্ঞাত কারনে তার রেজাল্টে সব সাবজেক্টে A+ থাকলেও অপেক্ষাকৃত সহজ এবং ফেল করা অবিশ্বাস্য ব্যাপার সেই একাউন্টিং এ তাকে ফেল দেখানো হচ্ছে।
আমি নিজেও এক সময় বাণিজ্য শাখার ছাত্র ছিলাম। আমার অভিজ্ঞতায় কেউ একাউন্টিং এ ফেল করেছে দেখিনি। আর যে ছেলে ম্যাথ-সায়েন্সের মত সাবজেক্টে A+ পাই সে একাউন্টিং এ ফেল করবে সেটা কি বিশ্বাসযোগ্য?? যাহোক কোথাও নিশ্চয় ভুল হয়েছে। এখন সে ভুলটার জন্য ছেলেটির সোনালি ভবিষ্যৎ নষ্ট হোক সে আমরা কেউ চাইনা। ব্লগের কেউ যদি কোনভাবে চট্টগ্রাম বা অন্য কোন শিক্ষাবোর্ডের সাথে রিলেটেড থাকেন প্লীজ একটু এগিয়ে আসুন।
তার পাশে দাড়ান। কি করলে বা কার সাথে কিভাবে যোগাযোগ করলে এ ব্যাপারে প্রতিকার পাওয়া যাবে একটু জানান। ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।