---
প্রথম আক্রমণ
মার্কিন জঙ্গিদের আতঙ্কে
বাগদাদে মরু ঝড়
সাদ্দামের মূর্তি
সংবর্ধনায় জঙ্গিদের রিং লিডার
সাদ্দাম গেপ্তার!
মার্কিন বিমান থেকে জঙ্গি হামলা
জঙ্গিদের চিরাচরিত ডিভাইড এন্ড রুলের সহজাত প্রয়োগ
রাস্তায় টহল দিয়ে ত্রাস সৃষ্টি করছে জঙ্গিরা। ফালুজায় এই অভিযানে ঘরে ঘরে ঢুকে নির্বিচারে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ও নিরীহ বেসামরিক জনতার উপর গণহত্যা চালায় পশুবৎ ভাবলেশহীন বেপরোয়া মার্কিন জঙ্গিরা।
এক মর্ষকামী নারী জঙ্গীর হাতে নির্যাতনের শিকার এক ইরাকি মুক্তি যোদ্ধা। এভাবেই কুখ্যাত আবু গরীব কারাগারে জঙ্গিদের হাতে মৃত্যুবরণ করে অগণিত নিরীহ ইরাকী মুক্তিযোদ্ধা।
মার্কিন জঙ্গি কর্তৃক শিশু হত্যা
ইরাকী মুক্তিযোদ্ধাদের আক্রমণে দখলদারি জঙ্গীরা
বিবেকের দংশনে ক্রন্দনরত এক জঙ্গী
ক্রন্দনরত আরেক জঙ্গী
২০১০। যুদ্ধের সমাপ্তি। মার্কিন জঙ্গিদের ইরাক থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বারাক ওবামা।
ইরাকী মুক্তিযোদ্ধা বনাম মার্কিনী জঙ্গি যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমানঃ
নিহত বেসামরিক ইরাকী জনগনের সংখ্যাঃ ৭ লক্ষ! তথ্য সূত্র
নিহত দখলদার মার্কিনী জঙ্গিদের সংখ্যাঃ ৬ হাজার
যুদ্ধে আমেরিকার ব্যায়ঃ ৪ ট্রিলিয়ন ডলার!
যা শুধু আমেরিকাতে নয়, পুরো বিশ্বজুড়ে এক নজিরবিহীন অর্থনৈতিক মন্দার সৃষ্টি করে, এখন পর্যন্ত যার খেসারত দিতে হচ্ছে বিশ্ববাসিকে।
বিঃদ্রঃ ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে, এই অজুহাতে মার্কিন জঙ্গিরা ইরাকের উপর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ও অমানবিক যুদ্ধ চাপিয়ে দেয়। পুরো ইরাককে ৭ লক্ষ মানুষের কবর বানানোর পরও যুদ্ধের শেষ মুহুর্ত পর্যন্ত আমেরিকা একটি বিধ্বংসি অস্ত্রও খুঁজে পায়নি ইরাকে !!!!!!! হায়রে মানবতা! হায়রে মানবাধিকার!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।