আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল জোকস : স্পেশাল আনসার

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। ফাইনাল প্রফেশনালের আগে স্পেশাল ক্লাস নেয়া হোচ্ছে। পোলাপাইন মাইয়াপাইনের এদ্দিনের অর্জন যাচাই করা হোচ্ছে, ডেফিছিয়েনছি ডিটেক্ট করা হোচ্ছে ও তদনুযায়ী প্রতিকারকল্পে তাদের মাঞ্জা মারা হোচ্ছে। সেদিন ছিল হেপাটোলজি ক্লাস। হেপাটাইটিস আর 'ক্রনিক CLD' পেরিয়ে স্যর চলে এসচেন লিভার টিউমারে।

এক পর্যায়ে স্যর কোয়েস্চান করেন- 'আচ্ছা আপনারা বলেন ত দিকি নি ১টা লিভার টিউমারকে কী কী পন্থায় চিকিত্‍সা করা যায়?' ১জন: স্যর ল্যাপারোটমি কোরে টিউমার রিছেকশন কোরে দব। স্যর: আচ্ছা আর? আরেকজন: স্যর কেমোথেরাপি। স্যর: আর? আরেকজন: রেডিওথেরাপি স্যর। স্যর: স্পেশাল ১টা আছে কেউ বোলছে না কেন? বিশেষ ১জন: স্যর স্ক্লেরোথেরাপি স্যর। স্যর: উঁউঁউঁ আচ্ছা আর? বিশেষ আরেকজন: স্যর এমবোলোথেরাপি কিম্বা ক্রায়োথেরাপি? স্যর: যেটা চাচ্ছি সেটা পেলাম না! অলদৌ লিল বিট আনকমন বাট স্পেশাল।

দাঁড়ায় অতিবিশেষ ১জন, যে নাকি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভুয়া আনসার দিয়ে থাকে, বলে: ও বুঝেছি স্যর, এন্ডোস্কপিক রিছেকশান অফ লিভার মাছ! দুঃখে স্যরের মুখ দিয়ে আঞ্চলিক ভাষা বেরিয়ে পড়ে- 'কী??? এইডা আপনে কী কইলেন? :O ' এবং বজ্রাহতের মতো ধপ কোরে স্যর দাঁড়ানো থেকে চেয়ারে পড়ে যান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।