আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল কমেডি

সব কিছুতেই স্বচ্ছতা চাই।

১। যশোরের মনিরামপুরে যখন হিন্দু গৃহবধুরা সোনার ছেলেদের দ্বারা ধর্ষনের স্বীকার হচ্ছিলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের চেতনা বর্ননা করছিলেন।

২। কাল আমি আর আমার কলিগ রিকশা দিয়ে যাচ্ছি আর দেশের রাজনীতি নিয়ে টুকটাক আলাপ করছিলাম।

এমন সময় রিক্সা ড্রাইভার বলে উঠলো, "ছার, সংবিধান রক্ষার জন্যি সরকার এত মাত মাততাছে। " তারপর গনতন্ত্র নিয়াও কি যেনো বলছিলো। আঞ্চলিক টানের কারনে পুরাটা বোধগম্য হয় নাই। এই সরকারের একটা চরম সাফল্য হচ্ছে, সংবিধান, গনতন্ত্র, আর জনগন এইতিনটা শব্দকে একেবারে মাঠ পর্যায়ে নামিয়ে মুখস্থ করিয়ে দেয়া।
এটা ভালো কি খারাপ হচ্ছে এই বিতর্কে যাবোনা।

তবে ব্যাক্তিগত ভাবে আমি ‘সংবিধান’ শব্দটাকে শ্রদ্ধা করি। শুধু আমি কেনো, সারা বিশ্বের সবাই তাই করে। বিসিএস রিটেন পরীক্ষার সময় পুরো সংবিধান মুখস্থ করেছিলাম। তখন সবসময় সংবিধানের বই টাকে আমি সব বইয়ের উপরে রাখতাম। এই বইটার উপর আমার আলাদা একটা শ্রদ্ধা কাজ করতো।


রিক্সাওয়ালার মুখেই হোক আর অন্যান্য যে কারনেই হোক না কেনো... খারাপ লাগছে এই কারনে যে, “সংবিধান, গনতন্ত্র ও জনগন” এই তিনটা শব্দ শ্রদ্ধা হারিয়েছে। অন্তত আমার কাছে তাই মনে হচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।