আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল লাইফ জোক্স

ঢাকার একটি স্বনামধন্য কলেজের ইংরেজি বিভাগের স্নাতক ২য় বর্ষের ভাইভা পরীক্ষা চলছে। ভাইভা বোর্ডে এক্সটার্নালদের সাথে ডিপার্টমেন্টের কিছু টিচাররাও আছে। একটি নার্ভাস টাইপের মেয়ে এল ভাইভা বোর্ডের সামনে। একজন এক্সটার্নাল মেয়েটিকে জিজ্ঞেস করল,"What are the characteristics of Romanticism?" অর্থাৎ, Romanticism এর বৈশিষ্ট্য সর্ম্পকে জানতে চাইল। মেয়েটা ভয়ে কোন কথা বলতে পারছেনা।

এই অবস্হা দেখে ডিপার্টমেন্টের টিচাররা মেয়েটিকে সাহস দেবার চেষ্টা করল এবং মেয়েটিকে খুব উৎসাহ দিল কিছু বলার জন্য। মেয়েটি তবুও চুপচাপ রইল। ডিপার্টমেন্টের এক ম্যাডাম মেয়েটিকে টপিক্সটা ধরিয়ে দেবার জন্য বলল যে " let's try to say something, like - imagination, love of nature..." মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল- subjectivity (imagination,love of nature,subjectivity....এগুলো হল Romanticism এর বৈশিষ্ট্য ) যাইহোক,মেয়েটি এতক্ষণ পরে কথা বলায় টিচাররা একটু খুশি হল এবং মেয়েটিকে আরও অন্যান্য বৈশিষ্টগুলো বলার জন্য অনুরোধ করে আরেক টিচার বলল - "yes,you are right.just go on.." এই কথা শুনে মেয়েটি সাথে সাথে উঠে দাঁড়াল এবং Thank you বলে রুম থেকে দ্রুত বের হয়ে গেল। হঠাৎ মেয়েটি চলে যাওয়ায় টিচাররা সবাই অবাক হয়ে গেল এবং তখনই এক ম্যাডাম আবিষ্কার করল যে,মেয়েটিকে কথা চালিয়ে যাবার জন্য তারা যে go on বলেছে,সেটাকে মেয়েটা টিচাররা চলে যেতে বলেছে ভেবে রুম থেকে বের হয়ে গেছে। টিচারদের মধ্যে হাসির রোল পড়ে গেল।

তখনি আরেক স্যার রসিকতা করে বলে উঠল যে," স্যার ভাগ্যিস আপনি "carry on"( চালিয়ে যাওয়া) বলেননি,তাহলে মেয়েটা আপনাকে carry ( সঙ্গে নিয়ে যাওয়া ) করে নিয়ে যেত.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।