আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল সিনেমার রিয়েল মহানায়ক ডিপজলের কিছু হলে জ্বলবে আগুণ ঘরে ঘরে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
"আমি ডিপজল। বাংলার মানুষ এই নামে চেনে। আমার কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতিয় পার্টি নাই। ডিপজল আমার নাম - এটাই এনাফ" - র‌্যাবের হাতে ধৃত বাংলা সিনেমার সর্বযুগের জনপ্রিয় ভিলেন ঠিক সিনেমাস্টিক স্টাইলে ডায়লগ দিলেন। মনে হলো পুরো সিনেমা দেখতেছি।

বাংলার ঘরে ঘরে পলিটিসিয়ানদের আসল সরূপ বুঝানোর জন্য একদম আসল চরিত্র নিয়া তিনি সিনেমায় অভিনয় করে গেছেন দীর্ঘদিন। ওহ! সে কি দুর্দান্ত ছবি - হাউসফুল! ডিপজল বললেন "যদি বাংলার ৫% মানুষ তাকে চাঁদাবাজ বলে তবে আমি নিজেই বায়তুল মোকাররমের সামনে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহুতি দেবো, কোন আদালতের দরকার হবে না। " জীবনে অনেক নায়ক দেখছি কিন্তু এমন মহানায়ক পৃথিবীর কোন দেশে নাই। তার ডায়লগ শুইনা আমার মনে হইছে বাঘের বাচ্চা। সিনেমার নায়কেরা কেমন বলদা বলদা কথা কয় সিনেমার বাইরে, আর ডিপজল যেমন পর্দায় তেমন বাইরেও দেখাইয়া দিছে।

আমাগো এমন নেতা দরকার, এমন নায়ক দরকার। কোন হালায় কয় ডিপজল ভিলেন? ডিপজল আমগো জাতির অহংকার। ডিপজলের কিছু হলে বাংলার ঘরে ঘরে আগুণ জ্বলবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।