সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সরকারি পরিচালক নুর ইসলাম জানান, বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এজাজের নামাজে জানাজা হয়। এর পর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজাজ উদ্দিন কায়কোবাদ। সোমবার এজাজের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়।
গত ২৮ এপ্রিল রাতে সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে আটকা পড়া পোশাক শ্রমিক শাহীনাকে উদ্ধার করতে গিয়ে আগুন লাগলে মারাত্মক দগ্ধ হন এজাজ উদ্দিন কায়কোবাদ।
প্রথমে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। ওই হাসপাতালে ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে হার মানেন এই স্বেচ্ছাসেবী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।