আমাদের কথা খুঁজে নিন

   

বনানী ২০০৫



নগরীর ককপিটে আঁধারের নিলজ্জ আলো। ব্যস্ত সমস্ত নগরী যেনো বেসামাল,লজ্জাবনত তরুনীর ওরণার মতো। অপরূপার বাড়াবড়ি সাজ- (রাতের টিপের রিক্সঅলা আর নেড়িকুত্তার বিদ্রুপকে কণামাত্র তোয়াক্কা না করে।) পূর্নিমা আজ! রমণ আর গমন যোগ্য সকল পারিশ্রমিক আজ চন্দ্রাহত বণিকের। ইলেকট্রিক পোল আর প্রাইভেট ইউনির ফাঁক গলে আসা আলোটুকু যোণি যেন বা- মাখতে ব্যস্ত অপরূপা। আলোটুকুর আহবাণে সারা না দেয়া ঘরফেরা জুয়ারি, মাতাল, দিঘিতে ক্রমশঃ লম্বা হওয়া নিজের ছায়া দেখতে থাকা কাপুরুষ, হিশেব মেলাতে দেরি করে ফেরা ব্যাংকার ঘুমচোখে তাকানো শ্রান্ত বালক টা। আজ তার দখলে নগরির চন্দ্রাহত রাজপথ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.