আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার ভ্রমন ।। কিছু তথ্য ও ছবি

মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য কক্সবাজার ভ্রমনের জন্য বেস্ট সময় মনে হয় এপ্রিল-মে । কারন কি ? তেমন কিছু না এ সময় অল্প খরচে বেশি মজা করা যায়। কক্সবাজারে ট্রেন অথবা বাসে করে যেতে পারেন। আমি ট্রেনে করে যাবার জন্য অনুরোধ করব। এক্ষেত্রে " ঢাকা " থেকে " তু্র্না ট্রেন " করে যেতে হবে চট্টগ্রাম এরপর "সৌদিয়া পরিবহনের বাসে" করে কক্সবাজার।

ভ্রমন ভাড়া ট্রেন + বাস = ১৫০ + ২৩০ = ৩৭০ টাকা শুধু বাসে করে = ৭৫০ টাকা মোটেল ভাড়া মে মাস থেকে অফপিক । বছরের এ সময়টাতে মোটেল ভাড়া অর্ধেক থাকে। টু- বেড = ৫০০ - ৭০০ টাকা বি দ্র ঃ সকল ভাড়া শুধুমাত্র আম-জনতার জন্য ------------------------------------------------------------------- আমার মোবাইলে তোলা কিছু ছবি ট্রেনে করে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন বাসে করে কক্সবাজার যাবার পর আর এক মুহূর্ত নষ্ট না করে চলে গেলাম বীচে এই প্রথম সমুদ্রে স্মান সমুদ্রে স্মান শেষে গাছের নিচে আশ্রয় বিশ্বাস করুন আর নাই করুন সারা রাত বিচে কাটানো র পর সকাল বেলার ছবি এরপর গেলাম ইনানী বীচে। যারা সেন্টমার্টিন যেতে পারবেন না তারা অন্তত ইনানী বীচে যেতে ভুলবেন না ডাব খেতে ভুলবেন না , সমুদ্র স্মানে লোনা পানির পর এই সু-মিষ্টিয় পানি আপনাকে সতেজ করে তুলবে । ইনানী বীচ থেকে ফেরার পথে গেলাম "হিমছড়ি পাহাড় " উঠতে সবারই প্রাণ যায় যায় অবস্থা কিন্তু উঠার পর পাহাড় -আকাশ -সমুদ্রের যে সৌন্দর্য দেখলাম তাতে মনে হল কষ্ট স্বার্থক হয়েছে হিমছড়ি ঝর্ণায় ভিজলাম কিছুক্ষণ সমুদ্রের কাছে আসলাম কিন্তু সামুদ্রিক মাছ খাবনা তা হ্য় নাকি ! তাই এই আয়োজন এবার বাড়ি ফেরা আপনাদেরকে আনন্দ দেয়ার জন্য আমার এই সমুদ্র অভিযান সবার সাথে শেয়ার করা ।

কেমন হল জানাবেন.। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।