আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসী সন্দেহে লন্ডনে তিন বাংলাদেশি আটক

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বুধবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে স্ট্যাটফোর্ড এলাকার অ্যাবি রোডের একটি বাসা থেকে তিনজন বাংলাদেশি তরুণকে আটক করা হয়েছে। স্থানীয় সময় ভোর চারটার দিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। ওই ফ্ল্যাট লন্ডন অলিম্পিক স্টেডিয়ামের খুব কাছে। তবে পুলিশ দাবি করছে, অলিম্পিকের সঙ্গে এই অভিযানের কোনো সংশ্লিষ্টতা নেই। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

ব্যাপক শব্দ ও অনেক পুলিশের উপস্থিতিতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটক তিন যুবককে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একই দিন ভোরে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ জানায়। আটক বাংলাদেশি তিন তরুণের কাছাকাছি থাকা মোহাম্মদ মালিক বলেছেন, ওই ফ্ল্যাটে দুই ভাই ও এক বয়স্ক মহিলা থাকেন। তাঁরা বাংলাদেশি।

তাঁদের চলাফেরায় কখনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। অ্যাবি রোডের আরেক প্রতিবেশী সারা নেলসন বলেন, ‘প্রচণ্ড শব্দে মনে হচ্ছিল, আমাদের এলাকায় জঙ্গি হামলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের মৃত্যু হবে। ’ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.