কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৮০ দশকের সন্ত্রাসী জগতের মুকুটহীন সম্রাট ছিলেন আহাম্মদ অলী (৫৫)। অপরাধ জগতের এই রাজার নাম শোনেননি মিরপুর উপজেলার এমন মানুষের সংখ্যা হাতেগোনা। পাপী হয়ে কেউ জন্ম নেয়না। কাউকে কাউকে পরিস্থিতি বাধ্য করে পাপের খাতায় নাম লেখাতে। তেমনই একজন আহাম্মদ আলী। পরিস্থিতি বাধ্য করেছিল আহাম্মদ আলীকে সন্ত্রাসের পথে পা বাড়াতে। এক সময় মিরপুর এলাকার বাবা মায়েরা ভয়ঙ্কর এই মানুষটির নাম বলে তাদের দুষ্ট ছেলে-মেয়েদের ঘুম পাড়াত। উপজেলার সন্ত্রাসী কর্মকাণ্ডের চরম মুহুর্তে ১৯৮৯ সালে তিনি আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে কারা বরন করেন এবং এক বছর জেল খেটে ১৯৯০ সালে কারামুক্ত হন। সেই থেকে গত দেড় দশকের বেশী সময় ধরে আহাম্মদ আলী আর সন্ত্রাসী পথে পা বাড়াননি। তার সমন্ধে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।