আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আটক ২

বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি ও রোটারি ক্লাব অব কঙ্বাজার সৈকতের সেক্রেটারি সাইয়েদ জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় অস্ত্র ও এক মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১২টায় জালাল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার নিজ বাসায় খাবার খাচ্ছিলেন। ওই সময় অতর্কিতভাবে দুজন সন্ত্রাসী তার বাসায় ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যাচেষ্টা করে। একপর্যায়ে তাকে বেদম মারধর করে এবং ল্যাপটপ, আইপ্যাড ও মোটরসাইকেলসহ বাসার মূল্যবান আসবাবপত্র গুঁড়িয়ে দেয়।

ওই সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার ও সুজনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ওই এলাকায় অভিযান চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আনোয়ার জানান, মোহাজের পাড়া থেকে রাতেই নুরুল হক মিয়াজীর ছেলে নুর আহমদ (৪২), মৃত কবির আহমদ সওদাগরের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মতিউর রহমান বাবুলের স্ত্রী সেলিনা আকতার খুকীকে (৩৫) গ্রেফতার করা হয়। ওই সময় জসিমের কোমর থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা ও হামলার শিকার সাংবাদিক সাইয়েদ জালাল উদ্দিন বাদী হয়ে হামলা, ভাঙচুর ও হত্যা প্রচেষ্টা মামলা করেন।

এদিকে শুক্রবার পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.