তোমরা আমাকে বানাচ্ছো ভিখেরী
যখন আমি তোমাদের জন্য কবর খুঁড়ি
তোমরা আমাকে বানাচ্ছো পণ্য
যখন আমার খোলস নিজেকে নিজে ভাংছে
তোমাকে মারার জন্য
আমি সন্ত্রাসী আমি সন্ত্রাসী
বলো পৃথিবী চিৎকার করে বলো
“ ও সন্ত্রাসী ও সন্ত্রাসী “
ঐ সাদা ঘর থেকে এক রক্তখেকো প্রেসিডেন্ট
আমার দিকে আঙ্গুল তুলে বলে “ ও Terrorist “
আর আমি বলি “তোর রক্তে আমার মাতলামী”
আমার মা কে আমি আর মা বলে ডাকি না
বলি ও আমার মৃত্যুর জন্মদাত্রী
আমার রক্তকে আমি আর জ়ীবন বলি না
ঝরে যাওয়ার জন্য শিরার ভেতরের বারুদের আগ্নেয়গিরি
আমার মনকে আমি আর প্রেম বলে ডাকি না
বলি সে এক ধারালো ছুরির ক্ষুধার্ত ক্ষোভ , বলি দানবের জিহভা
আমার দেহকে বানাচ্ছো তোমাদের রেসের রাস্তা
যখন আমি তোমাদের ইঞ্জিনে জীবনের নিঃশ্বাস খোজা বোমা
তোমরা আমাকে বানাচ্ছো তোমাদের প্রগতির সিঁড়িঁ
যখন আমি ভুমিকম্পের খোঁজে নেমেছি গভীর পাতালে
আমি সন্ত্রাসী আমি সন্ত্রাসী
বলো পৃথিবী চিৎকার করে বলো
“ ও সন্ত্রাসী ও সন্ত্রাসী “
ঐ সাদা ঘর থেকে এক অন্ধ প্রেসিডেন্ট
আমার দিকে আঙ্গুল তুলে বলে “ ও Terrorist “
আর আমি বলি “তোর রক্তে আমার মাতলামী”
তোমরা আমাকে বানাচ্ছো তোমাদের আকাশ ছোয়া খণির নিকষ আলো
যখন আমার গোয়াড় প্রেম তোমাদের আমুদে প্রেমে আনে খরা আর অনটন
তোমরা আমাকে বানাচ্ছো তোমাদের কয়েদের অন্ধকার
যখন তোমাদের ব্যাবসার আলোতে আমি অমাবস্যার বিস্ফোরন
আমার বিদ্বেষকে আমি তোমাদের দেশ বলি না
বলি ও এক দানবের চারণভূমি
আমার হিংস্রতাকে আমি ঘৃণা করি না
বলি এক আগুনখেকো সোনালী সিংহের চোখে
প্রেমের উজ্জ্বল জ্যোতির ঝর্ণা
আমার যুদ্ধকে আমি ধ্বংস বলি না ,বলি ধংসের সৃষ্টি
বলি সে আমার যৌথ বাগানের একা কোকিল
আমি সন্ত্রাসী আমি সন্ত্রাসী
বলো পৃথিবী চিৎকার করে বলো
“ ও সন্ত্রাসী ও সন্ত্রাসী “
ঐ সাদা ঘর থেকে এক বোবা প্রেসিডেন্ট
আমার দিকে আঙ্গুল তুলে বলে “ ও Terrorist “
আর আমি বলি “তোর রক্তে আমার মাতলামী "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।