খড়ম আমার ৮০ জিবি হার্ডডিস্ক । হঠাৎ ক্রাস করায় windows XP install দিতে গিয়ে দেলাম আমার হার্ডডিস্ক এর টোটাল স্পেস ৬০ জিবি দেখাচ্ছে। অনেক চেষ্টা করেও বাকি ২০ জিবি উদ্ধার করতে পারলাম না। ডাটা রিকভারী, পার্টিশন রিকভারি দিয়ে চেষ্টা করেও পারলাম না। একাধিক সফটওয়ার ব্যবহার করেছি,কিন্তু লাভ হয়নি।
পরে ৬০ জিবির আরেকটা হার্ডডিস্ক লাগালাম। গতকার রাতে হঠাৎ windows ক্রাস করায় আবার ইন্সটল দিতে গিয়ে দেখলাম স্পেস মাত্র ৩০ জিবি দেখাচ্ছে। । অর্থ্যৎ আবার সেই আগের হার্ডডিস্ক এর মতো অবস্থা।
এখন কারও কোন সমাধান জানা থাকলে আমাকে দয়া করে জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।