হার্ডডিস্কে সমস্যা হলে বিভিন্ন টুলসের মাধ্যমে এর সমাধান করা যায় । পার্টিশন করা বা এ ধরনের সমস্যা সমাধানের দারুন একটি বুটেবল টুলসের সমষ্টি হচ্ছে পার্টেড ম্যাজিক । এতে রয়েছে পার্টিশন প্রোগ্রাম, ফাইল সিস্টেম টুলস, বুটিং লোডার টুলস, এক্স ইউটিলিটিস, কনসল ইউটিলিটিস শ্রেণীতে ১০০ টির মতো টুলস । পূর্ণাঙ্গ তালিকা http://www.partedmagic.com/programs.html ওয়েবসাইটে । partedmagic এর ১৩৫ মেগাবাইটের আইএসও ফাইলটি http://sourceforge.net/projects/partedmagic/ থেকে নামিয়ে নিয়ে সিডিতে রাইট করে নিন । ফ্রিওয়্যার , ওপেনসোর্স্ এই বুটেবল ডিস্কটি দিয়ে computer চালু করে সমাধান করতে পারবেন হার্ডডিস্ক এর বিভিন্ন সমস্যা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।