আমার কথা
উবুন্টু ১০.০ সেটআপ দিয়েছিলাম উইন্ডোজ এক্সপির সাথে। তখন ডি ড্রাইভ এর একটা পার্ট (১০ জিবি) কীভাবে যেন আলাদা করে দিয়েছিলাম। এই ১০ জিবি পরে আর এক্সপিতে দেখাতো না। এখন উইন্ডোজ ৭ সেটআপ দিলাম। ডুয়েল বুট তো আর নাই।
আর আমি এই মুহূর্তে উবুন্টু চাচ্ছিও না। এখন আমি কীভাবে আমার ১০ জিবি ফেরত পাব?
৭ সেটআপ দেবার সময় কিন্তু আমি আমার ডি ড্রাইভে সেই ১০ জিবি দেখতে পাইনি। তবে অব্যবহৃত হিসাবে আলাদা আলাদা ভাবে ২ টা নতুন ড্রাইভে ঠিকই ১০ জিবি দেখাচ্ছিল।
কেউ কি জানেন কীভাবে এটা করা যায়। আমি আমার ডাটা ডিলিট করতে চাই না।
ব্যাকআপ রাখার মতো জায়গা নাই।
প্লিজ....হেল্প।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।