আমাদের কথা খুঁজে নিন

   

১৯৮৫ সালের হার্ডডিস্ক, ৫৫ মেগাবাইট

বানের জলে ধুয়েমুছে যাক সব জঞ্জাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একটা সাধারণ হিসাব হল যে, প্রথম দিককার জিনিসপত্র অনেক বড় আকৃতির হয়ে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষে আকৃতি ছোট থেকে ছোটতর হয়। একসময় মাত্র ৫৫ মেগাবাইট হার্ডডিস্কই আকৃতিতে এখনকার সাধারণ হার্ডডিস্কের চেয়ে ৮ থেকে ১০ গুণ বড় ছিল। এখানে ১৯৮৫ সালের HP 7945A মডেলের ৫৫ মেগাবাইট সাইজের হার্ডডিস্কের ছবি দেওয়া হল, মূল্য ছিল: ৭৫০০ ইউএস ডলার! উপর থেকে দেখতে যেমন লাগে(টপ ভিউ): পাওয়ারসাপ্লাই(সর্ববামে): বর্তমানসময়ের ৩.৫" হার্ডডিস্কের সাথে পাশাপাশি তূলনা (বাম পাশেরটা ৫৫মেগা) এটা হল হার্ডডিস্কের কভার, এতে বিস্তারিত স্পেসিফিকেশন ও ইন্সট্রাকশান লিখা আছে: নিচের ছবিগুলো সেই হার্ডডিস্কের অভ্যন্তরীণ বিভিন্ন অংশের :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.