;মা , একটা গল্প বলো না !
;আচ্ছা !মন দিয়ে শোন তাহলে , এক দেশে ছিলো এক রাজা...
;না , রাজা'র গল্প অনেক শুনেছি !অন্য কিছু বলো !
;তাহলে, মৎস্যকন্যা না ডালিম কুমার ?
;না , ওসব পুরনো !
;আমি প্রতিদিন এতো নতুন গল্প কোথায় পাবো রে খোকা ?
;তাও তো ঠিক রে মা !
;এই খোকা ! তুই দেখি বুড়োদের মতো কথা বললি রে !
;আমি তো বুড়োই ! আমার কতোগুলো দাঁত পড়েছে !
; তাই তো !!! ভুলেই গেছিলাম !আমার খোকা তো এখন বুড়ো খোকা !
;হিহিহিহি !
;তুই কি জানিস খোকা ? হাসলে তোকে রাজপুত্রের মতো লাগে !
;আমি তো রাজপুত্রই ! আর তুমি হলে রানী !শোন মা, এবার একটা অন্য গল্প বল । আচ্ছা , তুমি আজ রঙের গল্প বলো !
;রঙের গল্প?সে আবার কি রে !
;এই কোন রঙ দেখতে কেমন ? ওদের গন্ধ কেমন ?এমন একটা গল্প । আমি তো রঙ দেখতে পাই না। সবাই কতো কিছু বলে,লাল গাড়ি ,নীল স্কুল ব্যাগ , হলুদ ফুল !আর চকলেট আইসক্রিম ! মা ,আইসক্রিমেরও রঙ আছে ??
;তুই এমন করে বলিস না খোকা ! আমি তোকে নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবো । বড় ডাক্তারের সাথে তোর বাবা কথা বলেছে ।
তুই একদিন সব রঙ দেখতে পাবি !সব কিছু দেখতে পাবি!
;আচ্ছা , সে নাহয় দেখবো । এখন তুমি গল্প বলো ।
;এক দেশে ছিলো ...
;আবার রাজা ?
;আহ ! চুপ করে শোন তো আগে !
;আচ্ছা ।
;এক দেশে ছিলো এক রাজা । রাজার বিশাল রাজত্ব ! হাতিশালে হাতি , ঘোড়াশালে ঘোড়া !পরীর মতো রানী !কিন্তু রাজার মনে সুখ নেই ! কারণ রাজার কোন ছেলেপুলে নেই ।
;ছেলেপুলে !! হিহিহিহি। আমি কি তোমার ছেলেপুলে ?কি মজা !
;হাহাহাহা !পাগল !তারপর শোন, রাজার ফুল বাগানে ছিলো একটা সাদা রঙের গাছ !
;সাদা রঙের গন্ধ কেমন মা??
;সাদা'র আলাদা গন্ধ নেই রে ! মনে কর জলের মতো !তুই কি জলের গন্ধ পাস ?
;হুম ! পাই !বেশ ভালো লাগে ! তবে স্নানের জল এর গন্ধ বেশি ভালো না !
;হুম। সাদা'র মধ্যে সব রঙ লুকিয়ে থাকে ! সবাই তা দেখতে পারে না । একদিন সেই সাদা গাছে ফুটলো ৭ টি ফুল । ৭ রঙের !
;৭ টা রঙ ! খুব সুন্দর মা?
;হ্যাঁ , খুব সুন্দর !লাল,নীল ,বেগুনী ,সবুজ ,কমলা ,হলুদ আর আসমানি রঙের ৭ টি ফুল !
;কি সুন্দর সব নাম !!! বাহ !! নামগুলোতে কেমন সব সুন্দর গন্ধ !
;লাল রঙটা মনে কর আমার শাড়ির গন্ধ , আসমানি রঙ তোর দাদু'র ডাইরি !
;উফ ! দাদু সারাদিন কি লেখে ?? বুঝতে পেরেছি দাদী'র কথা লেখে !দাদী কি রঙের ছিলো মা?
;তোর দাদী ভীষণ সুন্দর ছিলেন ! কি সুন্দর গায়ের রঙ ! কমলার মতো গাল !তোর দাদা আমাদের আড়ালে তোর দাদী'কে কমলা রানী ডাকতো !একদিন আমি সামনে পড়ে যাওয়ায় কি লজ্জা পেয়েছিলো তোর দাদী ! আমি তো হেসেই খুন !কোথায় হারিয়ে গেলো মানুষটা ! তোর দাদা কেমন একলা হয়ে গেলো !
;আমি তো কমলা রঙের গন্ধ চিনি মা।
দাদী'র জায়নামাজে লেগে আছে এখনো । দাদা একদিন আমাকে ধরতে দিয়েছিলেন। কি সুন্দর কমলা কমলা গন্ধ ! একটু টক !একটু মিষ্টি !
;বাহ ! আমার খোকা তো ঠিক ধরেছে ! হলুদ রঙ কিন্তু তুই চিনিস , গতবছর গ্রামে গিয়ে সরিষা ফুল ছুঁয়েছিস না ? ওটাই হলুদ !
;তাই ?? আমার খুব মনে আছে !কেমন অদ্ভুত গন্ধ !
;হুম। বেগুনী রঙ কিসের সাথে যে তুলনা দেই !
;আমি তোমাকে অনেক বিরক্ত করি না ? সরি মা ! বাবাতো অফিসের কাজে সারাদিন বাইরে ! আমি খেলতে যেতে পারি না, টিভি দেখতে পারি না । তাই তোমাকে জ্বালাই !আমি খুব পচা রাজপুত্র !
;এটা তুই কি বলিস রে খোকা !আর কখনো এমন বলিস না বাপ ! তুই ছাড়া আমি কেমন করে থাকতাম ! তুই সারাক্ষণ পাশ দিয়ে ঘুরিস ।
কি মিষ্টি যে তোর গায়ের গন্ধ ! ঠিক ছোটবেলার তোর মতোই !
;তাই মা?? আমার গায়ের গন্ধ কেমন রঙ ?নীল ?
;তোর নীল মনে হলো কেন ??
;একদিন টিভিতে বলছিলো নীল নাকি কষ্টের রঙ ! আমি জানি আমাকে নিয়ে তোমাদের অনেক চিন্তা !
;পাগলা রে ! অনেক চিন্তা ,অনেক কষ্ট তোর কষ্টে ! আমাদের কোন কষ্ট নাইরে সোনা ! তোর মতো একটা ছেলে পাওয়া যে কি সৌভাগ্যের !তোর যেদিন ছেলেপুলে হবে ওদের কাছে আমি কতো গর্ব করবো জানিস তুই !
;যাহ্ ! আমি তো বিয়ে করবো না । আমার ছেলেপুলেও হবে না।
;ইশ ! লজ্জায় দেখি আমার খোকা বেগুনী হয়ে যাচ্ছে !আরে ! এই তো বেগুনী রঙ ! আমার খোকা'র গালে লেগে আছে !
;এটা বেগুনী ! বেশ নরম তো রঙটা !! হিহিহি । তোমার গাল ও তো খুব নরম, আমার চেয়ে। তাহলে তুমি বেশি বেগুনী !হিহিহি !আর সবুজ তো পাতা'র রঙ তাই না মা ?
;হ্যাঁ রে ।
সবুজ আমাদের পতাকার রঙ , মাঝখানে লাল সূর্য !
;মা, আমি পতাকার রঙ চিনি তো ! মাটি'র গন্ধের মতো !কি যে সুন্দর মা !
;খোকা , আয় তো ,আমার কাছে আয় ! তুই এমন অদ্ভুত কেন রে !আমার বুকের ভিতর আয় রে সোনা !
;মা , তুমি বলেছিলে সাদা গাছ থেকে সব রঙের ফুল হয় । তাই না?
;হ্যাঁ ! তাই তো ! কেন রে পাগলা ?
;আমি যখন তোমার বুকের ভিতর চুপ করে ছিলাম তখন মনে হচ্ছিলো তুমি সেই সাদা রঙের গাছ ! তোমার সারা শরীরে সব রঙের গন্ধ !তুমি কি রংধনু !
;আমার পাগল ছেলেপুলেটা কি বলে এসব !!! তুই আসলেই একটা পাগলা রাজপুত্র !
;মাগো , একটা কথা বলি ?
;কি রে ?
;আমি জানি আমার চোখ আর ভালো হবে না । কিন্তু আজ জানো মা , আমার একটু কষ্ট লাগছে না । আমি তো শুধু রঙ দেখতে চেয়েছিলাম। এই যে তুমি! আমার রংধনু মা !আমি আর কোন রঙ দেখতে চাই না!তোমাকে ছুঁলেই যে রংধনু ! মা , তোমার চোখে জল ? এই যে আমি জলের গন্ধ পাচ্ছি !কালো গন্ধ !আমি ওই একটা রঙ দেখি তো ! তুমি একদম কাঁদবে না মা ! তাহলে কিন্তু আমি সত্যি নীল রঙ হয়ে যাবো !
; এই আমি প্রমিস করছি ,আর কাঁদবো না ।
আমার খোকা'কে কিছুতেই নীল হতে দেবো না । খোকা হবে বেগুনী রঙের !
;মা , ভালো হবে না কিন্তু !আমি কিছুতেই বিয়ে করবো না !আমার ছেলেপুলেও হবে না। বলে দিচ্ছি কিন্তু !
;আমার খোকা !আমার রাজপুত্র !এতো মায়া কেন রে তোর জন্য !
;জানি আমি কেন ?
;কেন বলতো ?
;তুমি যে মা তাই!
১৩০৬১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।