আমাদের কথা খুঁজে নিন

   

সাদা সাদা রোদ্দুর

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বিরহী হলে কটমট করে তাকিয়ে থাকে সাদা রোদ্দুর দ্রোহপ্রবণ সড়কে সকল মৃত বাহন ঘুরে আসে সিগনালে আর এক পা এগুলে অঙ্গুলি নির্দেশ নিরাকার ইশ্বর যেন আকৃতিময় জঙ্গল হয়ে ওঠে ভরা ময়দানে অগনিত ফেস্টুন ঝংকৃত হলে পেটকেটে চালান করে দেয় বাস্তুভিটার দাবী আর খোরপোষের ব্যানার বিরহী হলে গৃহী মানুষের দেয়ালে ঝুলতে থাকে হলুদ ফ্লুরোসেন্ট কাপবোর্ডে হিসাবের ফিরিস্তি আর দীর্ঘলয়ে সবুজ স্লোগান এক পা বাড়ালে ইঁদুর, দুই পা বাড়ালে তেলাপোকা সিঁথানে নিপাট কাঁথা আর দুই চোখ জুরে কবিতার বই লেপের ভেতরে ঝুলন্ত স্তন আর ভিটেমাটির সংগমে অনুৎপাদক ডিম্বানু বলে তুমি হয়ে গেছো নিঃশেষ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.