আমি একটা পাগল বিকেলে কিছু দূরে তাকিয়েছি, রমণী ঠিক-পলকে সুন্দরি ঝলক, তখনি ভাবি রোজ, করি খোজ, এমনি এখনো কেন-যেন প্রেম, মিলেনি বাতাসে দুলে-জলে ভাসমান, কচুরি ছায়া হয়ে কে দেয়, শুরশুরি রাতের আকাশ মেঘ মুক্ত, চাঁদনি প্রিয়া এনে দাও বুকে, আসমানি হলুদ-গোলাপি-সাদা-লাল, পাপড়ি গুড়ি গুড়ি বৃষ্টি এসো, তাড়াতাড়ি লুকোচুরি করে যে খেয়ালে, সারাখন সব চেয়ে মনে হয়, আপন আমার নজর কারে সাদা, ফুল সুন্দর লাগে-পেতে হৃদয়, ব্যাকুল ছড়িয়েছে সুভাস, হয়েছি মুগ্ধ, অমনি সবুজ পাতার শাখে ধবধবে, চাহনি সুগন্ধি পুষ্পের সৌন্দর্য-পছন্দের, হেতু বিবিধ রঙে ফুটে, বিচিত্র, রিতু সাধ্য আছে দেব খাটি, লাভ সমস্ত জীবন শুধু অদৃশ্য, প্রভাব ৩১.০৮.২০১২ সাইফুল ইসলাম সাইফ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।