স্মৃতির খেরোখাতা খুলে দেখো, হয়তো পাবে আমায়। প্রায় তিন বছর তিন মাস আগে ব্লগে একাউন্ট খুলেছিলাম। আমার লিখার হাত নেই বলে শুধু দেখতাম আর কমেন্ট করতাম। ইদানিং দারুণ দারুণ সাহিত্য লিখছি। যা হয়তো ছাগু সাহিত্যের ইতিহাসে চিরস্থায়ী জায়গা দখল করে নিতে পারে। বিশ্বাস না হলে আমার লিখাগুলোতে একবার ঢুঁ মেরে আসুন। আজ শুনতে পেলাম আমি ব্লগিং-এর বিনিময়ে টাকা পাই! আমার প্রশ্ন হল, সামু কি সত্যিই ব্লগিং-এর জন্য টাকা দেয়? আর দিলে, আমার তিন বছরের টাকা গেল কোথায়? আমি আমার তিন বছরের বকেয়া টাকা ফেরত চাই, দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।