বিশ্বাস অনেক বড় জিনিস..........
সামুতে আসার পর হতে কেমন জানি সামুর প্রতি একটা ভালো বাসার সৃষ্টি হয়ে গেল। সামুকে ছাড়া থাকাই যায়না। সামুতে যে এতো কিছু তা সামুতে আসার পূর্বে জানাই ছিলোনা। বেশ কয়েকটা ব্লগ ঘুরেছি, তার মধ্যে সামুকেই সেরা মনে হয়েছে বার বার। সামুর প্রতি ভালা লাগা আর ভালো বাসার অধিকারেই আমি কিছু কথা বলতে চাই।
জানিনা কতৃপক্ষ এবং ব্লগার ভাইয়েরা তা কিভাবে নেবেন। আশা করি পজিটিভলীই নিবেন।
১.
প্রথমেই আসি পোষ্ট সংক্রান্ত বিষয়ে। অনেক সময় দেখা যায় অনেক ভালো বালো পোষ্টও আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে ব্লগারদের মতে বেশী ভালো লাগার পোষ্ট নির্বাচিত করার একটা সুযোগ করে দেয়া যেতে পারে।
যা কিনা "সংকলিত পাতা"য় থাকতে পারে। সেখান থেকে ব্লগাররা ভালো পোষ্টগুলো সহজেই খুঁজে পড়তে পারবে।
এখন যে সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্ট দেয়া আছে তা বলতে গেলে একিই। কোন পরিবর্তন দেখলাম না আমি। দেখুন নীচে।
সংকলিত পোস্ট
এবার দেখুন ক্রমানুসারে পোস্ট
কোন পার্থক্যতো আমার নজরে এলোনা। তাহলে এটা রাখার দরকারটাইবা কি? যদি, যেসমস্থ পোস্ট গুনগত মানের দিক দিয়ে পাঠোচিত, সুন্দর, প্রয়োজনীয় সে পোষ্টগুলো (যে কোন বিষয়েই হোক) থেকে বাছাই করে ক্রমান্বয়ে পোষ্ট গুলো সঙকলিত তালিকায় রাখা যায়। আশা করি কতৃপক্ষ ভেবে দেখবেন বিষয়টি।
২.
এবার আসি আরেকটি বিষয়ে। যেটাতে আশা করি কারো দ্বিমত থাকবেইনা।
সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা নিয়ে। আমরা সবসময় দেখি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, অফিস আদালতে নির্দিষ্ট কর্মসময়ে জাতীয় পতাকা উত্তোলনাবস্থায় থাকে । আমরা কিন্তু সামুকে একটা শিক্ষাঙ্গনও ভাবি সবসময় । সে হিসেবে সামুর নীচের দেখানো জায়গাটিতে সবসময় যদি আমাদের প্রাণের প্রিয় লাল সবুজের পতাকাটি সবসময়ের জন্য রাখা হয় তাহলে সুন্দর দেখায়।
প্রথম পাতার ঠিক ডান পাশে কোণায়।
৩.
এবার আসি আরেকটি জায়গায়।
এ জায়গাটিকে একটু নীচে নামিয়ে যদি সেখানটায় দিনের সেরা (১ নংয়ে বর্ণিত) পোষ্টগুলো থেকে ১০/১১ টা পোস্ট রাখা হয় সেটা মনে হয় ভালো হয়। তাতে ব্লগাররা কিন্তু ভালো ভালো পোষ্ট দিতে আগ্রহী হবে।
৪.
এবার আসি প্রথম পাতায় পোষ্ট ভিউতে। সাধারনত কোন পোষ্ট ১১ লাইনে শো করে (হেডিং সহ) ।
আর কিছু পোস্ট দেখা যায় যেটা তার চেয়ে কয়েক গুন দীর্ঘ দেখা যাচ্ছে। নীচের ছবিটা দেখলে বুঝা যাবে।
এখানে একটা পোষ্টের চেয়ে অন্য পোষ্টের ভিউটার কতো পার্থক্য লক্ষ করুনতো। পোষ্টে ছবি থাকুক আর না থাকুক প্রত্যেক পোস্টই যেন একিই ভিউ সাইজ হয় তাহলে দেখতেও সুন্দর দেখায়। সেদিকে আশা করি কতৃপক্ষ সুদৃষ্টি দেবেন।
৫.
এখন যেটা বলছি সেটা অনেকেরই দাবী হয়ে আসছে অনেক আগে থেকেই।
প্রথম পাতার নীচে এত জায়গা থাকা সত্বেও অনেকের আবেদনের প্রেক্ষিতেও সামু কতৃপক্ষ প্রথাম পাতার পরিধী বাড়ানো থেকে বিরত থেকেছেন। যদিও এটা অনেকের মনের দাবী। অনেক সময় দেখা যায় কেউ কোন পোষ্ট দিতে না দিতেই তা পরের পাতায় চলে যাচ্ছে। সে ক্ষেত্রে পোষ্ট ভালো হওয়া সত্বেও তা অনেকের চোখের আড়ালে চলে যাচ্ছে।
তাতে অনেকেই মনক্ষুন্ন হন। আর নীচের দিকে ব্লগারদের এতো দীর্ঘ একটা লিষ্টের পাশের জায়গাটিতো খালিই পড়ে থাকে। সেখানে যদি প্রথম পাতাটি অন্তত একটু বাড়ানো হয় তাহলে ব্লগারদের সুবিধা হয়। এ বিষয়টিতে আশা করি ব্লগের সবাই সমর্থন জানাবে। তাই সামু কতৃপক্ষের কাছে জোড়ালো দাবী রইলো প্রথম পাতার আয়তন বাড়ানো হোক।
৬.
৫ নং এর মতোই নিজ নিজ ব্লগারদের ব্লগ বাড়ীটিও অনেক ছোট।
সে ক্ষেত্রে অনেকেই কারো ব্লগে গিয়ে যাস্ট প্রথম পাতাটি দেখে চলে আসে, পরের পাতায় আর যাওয়া হয়না তেমন একটা। যদিও নীচের দিকে অনেক জায়গা খালি রয়েছেই। এক্ষেত্রে প্রত্যেকের ব্লগ বাড়ীর প্রথম পাতাটিও যদি আরো দীর্ঘ (পোষ্ট বাড়ানো) করা হয় তাহলে উপকার হয়। আশাকরি এটাও ভেবে দেখবেন।
৭.
এখন যেটা বলবো জানিনা সেটার সাথে কেউ সহমত জানাবে কিনা। তারপরও আমি দাবী জানাই সেটার জন।
উপরের মার্ক করা জায়গাটিতে যদি "বিসমিল্লাহির রাহমানির রাহিম" লেখাটি লেখা থাকে তাহলে সুন্দর দেখায়।
উপরোল্লেখিত বিষয় ছাড়া আরো অনেক বিষয় থাকতে পারে সামুকে নিয়ে সামু ব্লগারদের মনে। সেটা সামু কতৃপক্ষের দুর্বলতা তোলে ধরা নয়, সামুকে ভালোবাসারই প্রতিফলন।
তাই সবাইকে অনুরোধ করবো যেন কারো কোন প্রকার পরামর্শ থেকে থাকলে জানাবেন। আর সামু কতৃপক্ষ আশা করি আমাদের পরামর্শগুলোকে উদার দৃষ্টিতে ভেবে দেখবেন।
শুভ ব্লগিং
উৎসর্গ আপা দুলাভাই কে (জানারিল্ড) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।