বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) সামু আমার মামু
সব ব্লগারেরা ভাই ভাই।
আমরা থাকতে সামু
তোমার ভয় নাই।
মুক্ত মনের স্বাধীন দেশে
মনের যত দুঃখ আছে,
বলব মোরা সামুর কাছে।
বাংলা মায়ের এ দূর দিনে
সত্য বলার মাধ্যম যে নাই সামু বিনে।
শত্রু তোমার অনেক জানি
তাতে কি সামু,
আমরা কি আর কাউকে মানি।
রাজাকার আর নাস্তিকেরা
সময় থাকতে হুসিয়ার।
সামু হল গন মাধ্যম,
জলদী তোরা সামু ছাড়।
আমরা আছি লাখ ব্লগার
সামু তোমার ভয় কি আর।
সত্য মোরা ভাল পাই,
দালাল মুক্ত বাংলা চাই।
সামু আছে সামু থাকবে সবার অন্তরে।
নাস্তিক আর দালাল যারা যাবে ওরা লোকান্তরে।
সব ব্লগারদের বলে যাই,
সুস্থ সবল ব্লগিং চাই।
সবার শেষে বলতে চাই
নাস্তিকতার স্থান নাই।
সব ব্লগাররা ভাই ভাই,
রাজাকারদের ফাঁসি চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।